স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে, ফুটবল বিশ্বের পরাশক্তিরা জানতে পেরেছে তাদের প্রতিপক্ষের নাম। ফুটবল বোদ্ধারাও জানাতে শুরু করেছেন তাদের ফেভারিটের নাম তবে এর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সফল এই কোচ প্রকাশ্যে জানালেন, আসন্ন বিশ্বকাপে তিনি ইংল্যান্ডকেই শিরোপা জিততে দেখতে চান—নিজ দেশ স্পেন কিংবা লিওনেল মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেলে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্র-এর প্রাক্কালে, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গার্দিওলা। আলোচনায় যখন বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিট দলগুলোর প্রসঙ্গ ওঠে, তখনই স্পেনের এই কোচ নিজের পছন্দ স্পষ্ট করে দেন।

“আমরা সবাই জানি কয়েকটি দল সব সময়ই ফেভারিট থাকে,” বলেন গার্দিওলা।

“আমি চাই ইংল্যান্ড জিতুক। হয়তো অনেকেই অবাক হবে, কিন্তু আমি বহু বছর ধরে এখানে কাজ করছি, এই দেশের অংশ হয়ে গেছি। থমাস টুখেল ও তার দল যদি বিশ্বকাপ জিততে পারে, সেটা দেখতে আমার ভালো লাগবে।”

ইংল্যান্ড শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে, স্বাগতিক হিসেবে ওয়েম্বলিতে জার্মানিকে হারিয়ে। এরপর প্রায় ছয় দশক ধরে শিরোপার অপেক্ষায় রয়েছে ‘থ্রি লায়ন্সরা’। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার আশাই প্রকাশ করলেন গার্দিওলা।

ড্র অনুযায়ী, ইংল্যান্ড পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ এইচ-এ তাদের শুরুই হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং ২০১৮ সালের রানার্সআপ দলটি ইংল্যান্ডের জন্য পরিচিত প্রতিপক্ষ—রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করেছিল তারাই।

এ ছাড়া গ্রুপে রয়েছে ঘানার মতো শারীরিকভাবে শক্ত ও অভিজ্ঞ দল। আফ্রিকার এই দলটি মাঝেমধ্যেই বড় দলের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে ওঠে। কাগজে-কলমে সবচেয়ে সহজ ম্যাচটি হতে পারে পানামার বিপক্ষে, যাদের ইংল্যান্ড ২০১৮ বিশ্বকাপে ৬-১ ব্যবধানে হারিয়েছিল।

তবে গ্রুপ পর্বেই এত কঠিন বাধা থাকায় ইংল্যান্ডের পথ যে মসৃণ নয়, তা মানছেন ফুটবল বিশ্লেষকরাও। তবুও গার্দিওলার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—বিশ্বকাপের আগে একজন শীর্ষ ক্লাব কোচের এমন প্রকাশ্য সমর্থন ইংল্যান্ড শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের মাঠে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি, তা সময়ই বলবে। তবে এখনই পেপ গার্দিওলার কণ্ঠে ইংল্যান্ডের নাম উঠে আসা ফুটবলবিশ্বে বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১০

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১১

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১২

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৩

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

১৪

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

১৫

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

১৬

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

১৭

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

১৮

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

১৯

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০
X