স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:০২ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপার মঞ্চে আসতে কলম্বিয়ার লাগল ‍দুই যুগ

উরুগুয়ের বিপক্ষে গোলের পর কলম্বিয়া দল। ছবি : সংগৃহীত
উরুগুয়ের বিপক্ষে গোলের পর কলম্বিয়া দল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ফুটবল প্রেক্ষাপটে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের ধারে কাছে নেই কলম্বিয়া। যেখানে কোপার ৪৮ আসরে এই তিন দেশের রয়েছে ৩৯ ট্রফি সেখানে কলম্বিয়ার রয়েছে মাত্র ১টি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া চলতি কোপায় কলম্বিয়া দুর্দান্ত ফুটবল উপহার দিয়েই উরুগুয়েকে ১-০ ব্যবধানে নাটকীয়ভাবে পরাজিত করে ২৩ বছর পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচে, জেফারসন লারমা ৩৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। তবে ম্যাচটি চ্যালেঞ্জ ছাড়া ছিল না, কারণ কলম্বিয়া পুরো দ্বিতীয়ার্ধটি দশজন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয় ড্যানিয়েল মুনোজের লাল কার্ডের পর থেকে।

মাঠে ও মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই ম্যাচটি তীব্র নাটকীয়তার সাক্ষী ছিল। ফাইনাল বাঁশি বাজতেই উভয় দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি শুরু করে এবং উরুগুয়ের ফরওয়ার্ড ডারউইন নুনেজ কলম্বিয়ান ভক্তদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এই বিবাদের পরেও, কলম্বিয়া তাদের লিড ধরে রাখে এবং নিজেদের ইতিহাসের তৃতীয় ফাইনালে তারা পা রাখে।

কোপার ইতিহাসে এর আগে মাত্র দুবার ফাইনালে গিয়েছিল তারা। প্রথমবার ১৯৭৫ সালের কোপায় তারা ফাইনাল খেলে ইকুয়েডরের বিপক্ষে। অবশ্য সেই কোপার আসরের ফাইনাল নির্ধারিত হয় দুই লেগ পদ্ধতিতে। ইকুয়েডরের বিপক্ষে ফাইনালে প্রথম লেগ কলম্বিয়া জিতলেও দ্বিতীয় লেগে হেরে যায়। যার ফলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হয় তৃতীয় লেগ। যেটিতে ভাগ্য সহায় না হওয়ায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এরপর ২০০১ সালে নিজেদের দেশে আয়োজিত কোপার ফাইনালে উঠে তারা। নিজেদের ঘরের মাঠে মেক্সিকোকে ১-০ ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টটি জিতে দলটি। এটিই দেশটির একমাত্র ট্রফি।

চলতি আসরে কলম্বিয়ার ফাইনালে পৌঁছানোর যাত্রা অবশ্য দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের পরিচয় বহন করেছে। তাদের অপরাজিত ধারাটি একটি দলগত রেকর্ড যা ২৮ ম্যাচ ধরে চলছে। তাদের ডিফেন্স স্থিতিশীলতা এবং কৌশলগত শৃঙ্খলা এই চমৎকার দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জোর পরিচালনায় কলম্বিয়ান দলটি অসাধারণ উন্নতি এবং ধারাবাহিকতা দেখিয়েছে, যা একটি উত্তেজনাপূর্ণ ফাইনালের মঞ্চ প্রস্তুত করেছে।

রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে, কলম্বিয়া একটি শক্তিশালী প্রতিপক্ষ লিওনেল মেসি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ফাইনালটি মিয়ামি গার্ডেনস, ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি শুধু কলম্বিয়ার জন্য কোপা আমেরিকা জয়ের একটি সুযোগ নয় বরং দক্ষিণ আমেরিকান ফুটবলের এলিট দলের মধ্যে নিজেদের স্থানকে দৃঢ় করার একটি সুযোগও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১০

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১১

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১২

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৩

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৪

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৫

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৬

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৭

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৮

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

১৯

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

২০
X