ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের আক্রমণভাগে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের খুনসুটি সবার দৃষ্টি কেড়েছে। সেটা বার্সেলোনার জার্সিতে দেখতে আগ্রহী ক্লাবটির সমর্থকরা। নিকো উইলিয়ামসকে বার্সায় নিয়ে আসার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ নিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর উপক্রম কাতালান জায়ান্টদের!
বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, এরই মধ্যে নিকো উইলিয়ামসকে উড়িয়ে আনতে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ক্লাবটির প্রাথমিক প্রস্তাবে নিকো উইলিয়ামস সম্মতিও দিয়েছেন বলে খবর। এ নিয়ে চটেছেন অ্যাথলেটিক বিলবাও প্রেসিডেন্ট জন উরিয়ার্ত। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে উরিয়ার্ত বলেছেন, ‘আমাদের এমন একটা প্রকল্প আছে, যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন নিকো (উইলিয়ামস)। আমরা তার মতো শীর্ষ খেলোয়াড়দের ধরে রাখতে চাই। তাকে নিয়ে অনেক গুঞ্জন ভাসছে, প্রশ্ন উঠছে। আমাদের চাওয়া মাফিক তাকে রক্ষা করা ফেডারেশনের দায়িত্ব। এটা করা হচ্ছে না। আমরা সবার কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করি।’
উরিয়ার্তের কথায় স্পষ্ট, অ্যাথলেটিক বিলবাও নিকো উইলিয়ামসকে ধরে রাখতে মরিয়া। কিন্তু নিকো উইলিয়ামসের বর্তমান চুক্তিতে রিলিজ ক্লজ রয়েছে। সেটা ৫৮ মিলিয়ন ইউরোর কাছাকাছি। বার্সেলোনা যদি রিলিজ ক্লজ অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে অ্যাথলেটিক বিলবাওয়ের কিছু করার থাকবে না। কারণ কোনো খেলোয়াড় নতুন গন্তব্যে যেতে সম্মত থাকলে আর সে ক্লাব রিলিজ ক্লজ অ্যাক্টিভ করলে ট্রান্সফার হবে আইনসিদ্ধ। সেক্ষেত্রে বর্তমান ক্লাবের করার কিছু নেই। নিকো উইলিয়ামসকে অ্যাথলেটিক বিলবাওয়ে ধরে রাখার একটাই পথ। সেটা হচ্ছে, বার্সেলোনায় না যাওয়ার বিষয়ে সম্মত করা। অন্যথায় লামিনে ইয়ামালের পাশে হয়তো দেখা যাবে এ উইঙ্গারকে।
স্পেনকে ইউরোর ফাইনালে তোলার অন্যতম রসায়ন ছিল ইয়ামাল-নিকো জুটি। শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে সাবেক চ্যাম্পিয়নদের। সে রসায়ন কি বার্সায়ও দেখা যাবে!
মন্তব্য করুন