লাতিন আমেরিকা এবং ইউরোপ মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হয় ফিনালেসিমা। বর্তমানে এর শিরোপা আর্জেন্টিনার কাছে।
ইতালিকে হারিয়ে ২০২২ সালে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তারা।
কোপা আমেরিকা এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, দুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি রয়েছে কেবল ফাইনাল। লাতিন মহাদেশীয় আসরের ফাইনালে খেলবে কলম্বিয়া-আর্জেন্টিনা।
আর ইউরোপীয় মহাদেশের ফাইনালে লড়বে স্পেন-ইংল্যান্ড। দুই ম্যাচের জয়ী দুই দল আগামী বছর খেলবে ফিনালেসিমায়।
ফিনালেসিমা কবে
প্রথম একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, তা হলো এখনো ম্যাচটি আয়োজন নিশ্চিত করা হয়নি। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার চুক্তি অনুযায়ী ২০২৮ সালে ৩০ মে জুনের মধ্য এ ফিনালেসিমা আয়োজন করা যাবে। আগামী জুন-জুলাইয়ে হতে পারে এ ম্যাচ।
ফিনালেসিমায় কারা লড়বে
২০২২ সালের মতো ইউরো কাপ জয়ীদের মুখোমুখি হবে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এ ক্ষেত্রে, আর্জেন্টিনা-কলম্বিয়ার জয়ীদের বিপক্ষে লড়বে ইংল্যান্ড-স্পেন ম্যাচের বিজয়ীরা।
If Spain win the Euros and Argentina win the Copa América, Lamine Yamal and Lionel Messi will have the chance to play against each other in the Finalissima Imagine ️ pic.twitter.com/6NXLOM5r9I — ESPN FC (@ESPNFC) July 10, 2024
ফিনালেসিমা কোথায় হবে
২০২২ সালের ফিনালেসিমা হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। পরের ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। তবে খুব দ্রুত নির্ধারিত হবে ম্যাচের সম্ভাব্য ভেন্যু।
মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার সম্ভাবনা বেশি। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের আয়োজক তারা। এবার ফিনালেসিমার পরের ম্যাচটিও হতে পারে আমেরিকাতেই।
এর আগেও হয়েছিল ফিনালেসিমা
২০২২ সালে আর্জেন্টিনা-ইতালির ফিনালেসিমা হচ্ছে আধুনিক যুগের প্রথম সংস্করণ। তবে এটিই প্রথম নয়, এর আগেও হয়েছিল ফিনালেসিমা।
১৯৮৫ সালে প্যারিসে হয়েছিল উরুগুয়ে-ফ্রান্সের লড়াই। সেবার ২-০ গোলে ফিনালেসিমা জিতে নেয় ইউরোপের দলটি।
এরপর ১৯৯৩ সালে ইউরোপীয় চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে ফিনালেসিমা জিতে নেয় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে ওয়েম্বলিতে ধরে রাখে ফিনালেসিমার ট্রফি।
মন্তব্য করুন