স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুয়েন্তের এবার বিশ্বকাপ চাই

লুই দে লা ফুয়েন্তে। ছবি : সংগৃহীত
লুই দে লা ফুয়েন্তে। ছবি : সংগৃহীত

এক যুগ পরে আবার ইউরো জিতেছে স্পেন। ২০১২ সালে ইউরো জয়ের আগেও ফুটবলে কিন্তু স্পেনের রাজত্ব চলছিল। ২০০৮ সালের ইউরো জয়ে যে রাজত্বের শুরু। এরপর ভিসেন্তে দেল বক্সের দল ২০১০ সালের বিশ্বকাপ জিতেছিল। জাভি-ইনিয়েস্তা-পিকেদের সেই সোনালি প্রজন্মই আবার ২০১২ সালের ইউরো জয় করে। এবার পেদ্রি-লামিনে ইয়ামালরাও কি নতুন যুগের সূচনা করবে? এ প্রশ্নের উত্তর পেতে আপনাকে মাত্র দুই বছর অপেক্ষা করতে হবে। কারণ দুই বছর পরই আমেরিকা-কানাডা আর মেক্সিকোতে বসবে পরবর্তী বিশ্বকাপের আসর।

স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে ইউরো জয়ের পরই বিশ্বকাপ জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন ইয়ামালদের সামনে। স্পেনের কোচ নতুন প্রজন্মকে নিয়ে খুব আশাবাদী। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর ফুয়েন্তে বলেছেন, ‘ছেলেরা যা করেছে তার পরে উন্নতি করতে বলাটা ঠিক দেখায় না। কিন্তু আমি জানি, তারা আগামী দিনে আরও ভালো খেলবে। তারা ক্লান্ত হয় না। সব সময়ে কিছু না কিছু জিততে চায়। আজ (রোববার) ওরা গর্বিত। আশা করি এ প্রজন্মের সব ফুটবলার গর্বিত হবে তাদের দেখে। লম্বা ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে ওদের জন্য।’

ইউরো জয়ের পর স্পেনের ফুটবল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ফুয়েন্তে। তিনি বলেছেন, ‘আমি নিজের দর্শনটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। জানতাম, ছেলেরা সেটা মাঠে করে দেখাতে পারবে। কেউ যাতে আমাদের খেলা নষ্ট করতে না পারে সেটা চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে, খেলোয়াড়রা আমার ওপর বিশ্বাস রেখেছে এবং যা বলেছি সেটাই করেছে।’

এবারের ইউরো টুর্নামেন্ট সেরা রদ্রিও ইউরো জয়ের পর স্মরণ করেছেন ইনিয়েস্তাদের। তিনি বলেন, ‘বলা হয়ে থাকে, আগের প্রজন্ম আমাদের জন্য ভিত গড়ে দিয়েছে। এখন আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এটা আমাদের সবার জন্যই অবিশ্বাস্য একটা দিন। আমরা ইতিহাস গড়েছি। এই ট্রফিটা জেতার পথে আমরা চার সাবেক চ্যাম্পিয়নকে হারিয়েছি। আমাদের অনেকে বয়সভিত্তিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি, এখন আমরা ইউরোপের চ্যাম্পিয়ন।’

ফাইনালে স্পেনের গোলদাতা নিকো উইলিয়ামস বলেছেন, ‘ইউরো জয়ের অনুভূতি কেমন সেটা বলে বোঝাতে পারব না। দেশের মানুষের জন্য এটা দরকার ছিল। অনেক কষ্ট সহ্য করেছি। ইংল্যান্ড দলে এমন খেলোয়াড় ছিল যারা যে কোনো মুহূর্তে খেলা বদলে দিতে পারত। সেই অস্ত্রটা ভোঁতা করে দেওয়ার দরকার ছিল।’

স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। তিনি বলেন, ‘আমার যে কাজটা করার দরকার ছিল সেটাই করেছি। দলকে জেতাতে পেরে খুশি। ২৬ জনের দলে থাকাই আমার কাছে বড় ব্যাপার। তার উপরে যদি এ রকম ম্যাচে গোল করতে পারি, তাহলে জীবনের সেরা মুহূর্ত ছাড়া আর কিছু বলা যাবে না।’

১৭ বছরের তরুণ ইয়ামাল সেমিফাইনালে অসাধারণ গোল করেছিলেন। ফাইনালে ভালো খেললেও গোল পাননি। অধিনায়ক মোরাতাও দারুণ খেলেছেন। ইউরো জয়ের পর তিনি বলেন, ‘ভবিষ্যৎ সম্পর্কে বলার আদর্শ সময় নয় এটা। স্বার্থপরের মতো শোনাবে। সময়টা আমরা উপভোগ করি। আমি আমার স্ত্রী, পরিবার ও আন্দ্রে ইনিয়েস্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি না থাকলে আমার এবারের ইউরোয় খেলা হতো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে নুর, সমালোচনার মুখে জয়

জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব

আপনার ফোনের চার্জার আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে রাস্তায় ডুবে যাচ্ছে গাড়ি

ডাকসু নির্বাচন / বাগছাসের ইশতেহার ঘোষণা

জাপাকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি হেফাজতের

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

১০

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

১২

৪ দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

১৩

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন / প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

১৪

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে গ্রাম পুলিশের আকুতি

১৫

মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ

১৬

হেলমেট পরার কথা স্বীকার করে যা বললেন জাপার মহাসচিব

১৭

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

১৮

‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

১৯

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

২০
X