বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দুপুর আড়াইটায় তদন্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের দীর্ঘ আলোচনা শেষ হয়েছে সন্ধ্যা ৭টার পরে। আগামীকাল বাফুফে সভাপতির কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবে বলে জানিয়েছেন কমিটিপ্রধান।
আজ শনিবার (২৯ জুলাই) পবিত্র আশুরার জাতীয় ছুটির দিনে বাফুফে ভবনে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামীকাল বাফুফের সভাপতির কাছে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদন একতম প্রস্তুত। আগামীকাল মাননীয় বাফুফে সভাপতির কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রতিবেদন নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে।’
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে কাজী নাবিল আহমেদ জানান, ‘আমাদের তদন্ত কমিটির প্রায় সব কাজ শেষ। তবে সভাপতির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে কোনো ধরনের তথ্য জানাতে পারবে না কমিটি।’
আগামীকাল বিকেলে বাফুফে ভবনে তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করবেন কমিটির সব সদস্য। বাফুফের তদন্ত প্রতিবেদন ছয় পাতার হতে পারে বরে ধারণা করা হচ্ছে।
সাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ৫১ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। এরপরই বাফুফে নির্বাহী কমিটি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে তদন্ত কমিটির দুই সহসভাপতি মহী ও মানিক পদত্যাগ করায় আট সদস্য নিয়েই কমিটির কাজ চলছে।
মন্তব্য করুন