স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের বার্সায় ফিরতে ফ্লিকের বাধা!

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ছিলেন। অনেকের মতে, মেসি-রোনালদোর পর ফুটবলের সবচেয়ে সেরা তারকা। তবে ২০১৭ সালে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায় বার্সা ছেড়ে তিনি পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।

এরপর কেটে গেছে ৭ বছর, মাঝখানে বেশ কয়েকবার বার্সায় ফেরার ইচ্ছে পোষণ করেছিলেন এই ফরোয়ার্ড। তবে তার সে ইচ্ছে পূরণ হয়নি। এরপর তো ইউরোপই ছেড়ে গিয়েছেন তিনি। খেলছেন এখন সৌদি ক্লাব আল হিলালে। তবে এত বছর পর আবারও বার্সায় ফেরার ইচ্ছে পোষণ করেছেন এই ফরোয়ার্ড। কিন্তু এবারও তার ইচ্ছে পূরণ হচ্ছে না। কারণ এবার যে স্বয়ং বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ভেটো দিয়ে বসেছেন।

ফুটবলের দলবদলের এক চমকপ্রদ ঘটনার সাক্ষী হওয়ার দ্বারপ্রান্তে ছিল ফুটবল বিশ্ব। সাবেক বার্সেলোনা তারকা নেইমার এই গ্রীষ্মে তার পুরনো ক্লাবে ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্লাবের নতুন ম্যানেজার হ্যান্সি ফ্লিক তাকে ফিরিয়ে দেন। নেইমার বার্সেলোনায় পুনরায় যোগ দেওয়ার চেষ্টা করলেও, তার প্রস্তাব দ্রুতই প্রত্যাখ্যান করা হয়, যা তার ন্যু ক্যাম্পে নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত শেষ করে দিয়েছে।

বার্সেলোনা ভিত্তিক সাংবাদিক গেরার্ড রোমেরো স্পোর্টসের সূত্র ধরে করা এক প্রতিবেদনে জানায় যে, যখন বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে ব্যর্থ হয় তখন নেইমার বার্সেলোনায় ফেরার জন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যিনি ২০২৩ সালে ১০০ মিলিয়ন ইউরো মূল্যে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন তিনি বার্সেলোনার জটিল দলবদলের এই পরিস্থিতি ব্যবহার করে তার প্রাক্তন ক্লাবে ফিরে আসার চেষ্টা করেছিলেন।

তবে, সাবেক বায়ার্ন মিউনিখ বস ফ্লিক নেইমারকে বর্তমান প্রকল্পের উপযোগী মনে করেননি এবং তাকে দলে নেওয়ার প্রস্তাবটি তীব্রভাবে বিরোধিতা করেন। বার্সেলোনা এই মৌসুমে লা লিগায় দুটি জয়ে দুর্দান্ত শুরু করলেও, ফ্লিক স্পষ্টভাবে নেইমারকে তাদের পরিকল্পনার অংশ হিসেবে দেখেন না।

নেইমারের জন্য, এই প্রত্যাখ্যানের অর্থ হলো তিনি আপাতত আল-হিলালেই থাকবেন। ব্রাজিলিয়ান তারকা গত বছর আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে গুরুতর হাঁটুর ইনজুরির কারণে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নদের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন।

ইউরোপের ফুটবলে ফিরে আসার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও, অন্তত আপাতত নেইমারের ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে চলতে থাকবে আর বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে তাদের বর্তমান প্রকল্পের উপর পুরো মনোযোগ কেন্দ্রীভূত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর

জানাজার নামাজের নিয়ম, দোয়া ও ফজিলত

বিএনপি নেতার ঘরে তালা মেরে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল শিশুর

পদ্মার ১৮ কেজির কাতল ৩৮ হাজার টাকায় বিক্রি

হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ঢাকার তাপমাত্রা আজ কেমন থাকবে

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

১০

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

১১

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

১২

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

১৩

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

১৪

ওসমান হাদি হত্যাকাণ্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

১৫

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

১৬

পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি : প্রধান উপদেষ্টা  

১৭

হাদির জানাজা আজ কখন কোথায়

১৮

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

১৯

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

২০
X