স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইয়ামাল-লেভানদোভস্কির গোলে বার্সার জয়

মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন লেভানদোভস্কি। ছবি : সংগৃহীত
মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন লেভানদোভস্কি। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শনিবার (২৪ আগস্ট) রাতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে কঠিন লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। তরুণ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল এবং অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির গোলে লা লিগা মৌসুমে বার্সা তাদের নিখুঁত সূচনা বজায় রেখেছে।

ম্যাচের ২৪তম মিনিটে ১৭ বছর বয়সী ইয়ামাল ফ্রি-কিক থেকে পাওয়া রিবাউন্ডে গোল করেন। যদিও তার গোলে ভাগ্যর সহায় ছিল। তার বাঁকানো শটটি অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।

অ্যাথলেটিক অবশ্য প্রথমার্ধ শেষের আগেই সমতায় ফেরে পেনাল্টি থেকে। ওয়িহান সানসেট ৪২তম মিনিটে ঠাণ্ডা মাথায় পেনাল্টি নিয়ে স্কোর সমতায় ফেরান।

পুরো প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বার্সেলোনার দখলেই বল ছিল। তবে অ্যাথলেটিকের পাল্টা আক্রমণ বার্সার জন্য হুমকি ছিল। দুই ভাই ইন্যাকি এবং নিকো উইলিয়ামস বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করতে বাধ্য করে।

বার্সার হয়ে এই ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা আক্রমণাত্মক ভূমিকায় বেশ উজ্জ্বল ছিলেন। পুরো ম্যাচে তিনি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে ছিলেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধে তিনি পোস্টে একটি হেডার মারেন এবং পরে তার একটি দুর্দান্ত ভলি পাদিলা রক্ষা করেন। তবে ৭৫তম মিনিটে অভিজ্ঞ এই স্ট্রাইকার সফল হন। পেদ্রির ক্রস থেকে রিবাউন্ডে বল পেয়ে তিনি চলতি মৌসুমে তার তৃতীয় গোল করেন।

এই জয়ে বার্সেলোনা দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করে সেল্টা ভিগোর সাথে যৌথভাবে লিগের শীর্ষে অবস্থান করছে। অ্যাথলেটিক দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির পরেও, বার্সেলোনার আক্রমণভাগ শক্তিশালী দেখাচ্ছিল যা চিরপ্রতিদ্বন্দী রিয়ালকে চিন্তায় ফেলাবে। ইয়ামালের উত্থান এবং লেভানদোভস্কির নির্ভুল ফিনিশিং নিশ্চিত করে যে ক্লাবটি মৌসুমের শুরুতেই শিরোপার দাবি যেন জানিয়ে রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X