বসুন্ধরা কিংসের দুই কোচ ভালেরিউ তিতা ও দরিল স্তোইকাও ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুই কোচকে স্বাগত জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ইমরুল হাসান।
ভালেরিউ তিতা প্রধান কোচের দায়িত্ব নেবেন। স্পেনের অস্কার ব্রুজোনের স্থলাভিষিক্ত হবেন রোমানিয়ান এ কোচ। দরিল স্তোইকাও ক্লাবটির সেটপিস কোচের দায়িত্ব পালন করবেন। দুই কোচকে বরণ করে নেওয়ার ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে বসুন্ধরা কিংস।
প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশের পর থেকে বসুন্ধরা কিংসের কোচের দায়িত্ব পালন করছিলেন অস্কার ব্রুজোন। গত মৌসুমের পর এ কোচকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অস্কারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বসুন্ধরা কিংস।
অস্কারের সঙ্গে চুক্তি নবায়ন না করার পরই আলোচনায় আসে ভালেরিউ তিতার নাম। দ্রুত এ কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি। গতকাল ঢাকায় এলেন নতুন কোচ।
২০০৭-০৮ মৌসুমে সিরিয়ান ক্লাব আল-ইত্তিহাদ আলেপ্পো দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু ভালেরিউ তিতার। তার আগে ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত অর্ধডজন ক্লাবের হয়ে খেলেছেন এ মিডফিল্ডার।
কোচিংয়ের উয়েফা প্রো লাইসেন্সধারী এ কোচ সর্বশেষ ২০২৩ সালে সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল-আইনে কোচিং করিয়েছেন। ২০১০-১১ ও ২০২১-২২ দুই মেয়াদে সিরিয়া জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন ভালেরিউ তিতা।
প্রধান কোচের তুলনায় দরিল স্তোইকাওয়ের খেলোয়াড়ি প্রোফাইল অবশ্য ভারি। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোমানিয়া জাতীয় দলে চার ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে একটি গোলও আছে তার।
টানা পাঁচটি প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়া বসুন্ধরা কিংসের সামনে এবার ষষ্ঠ শিরোপার মিশন। সে মিশনে বিগত দিনের মতো সেরা দলই গঠন করেছে ক্লাবটি। এখন দেখার বিষয়, বিগত পাঁচ মৌসুমের মতো দাপট ভালেরিউ তিতের অধীনে ক্লাবটি ধরে রাখতে পারে কি না!
মন্তব্য করুন