আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে জড়িত আটজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে "অবহেলার কারণে হত্যার" অভিযোগে বিচার ২০২৫ সালের মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আদালতের এক রায়ে এ তথ্য জানানো হয়েছে।
মূলত অবহেলায় মৃত্যুর অভিযোগে এই মামলার বিচারকাজ ২০২৪ সালের জুনে শুরু হওয়ার কথা থাকলেও পরে অক্টোবর পর্যন্ত বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে এখন তিনজন আসামির আবেদনের প্রেক্ষিতে পুনরায় সময় বাড়ানো হয়েছে। বুয়েনোস আইরেসের সান ইসিদ্রোর আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি আগামী ১১ মার্চ ২০২৫-এ শুরু হবে।
ডিয়েগো ম্যারাডোনা যাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তিনি নভেম্বর ২০২০-এ ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর কয়েকদিন আগে তিনি মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। মামলাটি তার চিকিৎসার সময় পর্যাপ্ত যত্ন না দেওয়ার অভিযোগের ওপর ভিত্তি করে দায়ের করা হয়।
ম্যারাডোনার নিউরোসার্জন, মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন নার্সসহ মোট আটজন আসামির বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তারা ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
মন্তব্য করুন