স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসির প্রসঙ্গ টেনে রোনালদোকে নির্লজ্জ বললেন ভক্তরা

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সাম্প্রতিক সাফল্যের পর ইউটিউবে নিজের চ্যানেলে নতুন ভিডিও প্রকাশ করে ভক্তদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর ভিডিওটি মেসির ৪৬তম শিরোপা জয়ের পর প্রকাশিত হয়, যা অনেক ভক্তের মতে পুরোপুরি অপ্রাসঙ্গিক ছিল এবং সময় নির্বাচনে ভুল ছিল।

মেসির ইন্টার মায়ামি সম্প্রতি মেজর লিগ সকার (এমএলএস) সাপোর্টারস শিল্ডে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে। এটি ছিল মেসির ৪৬তম শিরোপা অর্জন। সেই ম্যাচে মেসি দুই গোল করেন, যা তার দলের জয়ে বড় ভূমিকা রাখে। মেসির এই অর্জন তাকে এবং রোনালদোর মধ্যে চলমান ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ (গোট) বিতর্কে কার্যত শেষ করে দিল। যদিও মেসির বিশ্বকাপ জয়ের পরই তা শেষ হয়ে গেছে।

মেসির জয়ের ঠিক পরেই, রোনালদো তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, যার শিরোনাম ছিল, ‘দ্য ক্রেজিয়েস্ট রেস অফ ক্রিশ্চিয়ানো রোনালদো অন হিজ সিআরসেভেন রেসিং কার’। ভিডিওটি ছিল একটি সিমুলেশন, যেখানে দেখা যায় রোনালদো একটি ফর্মুলা ১ গাড়ি চালিয়ে রবার্ট লেভানডোস্কি, পেলে, ইউসেবিও এবং মেসির মতো ফুটবল কিংবদন্তিদের পেছনে ফেলে ১,০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলছেন, যা রোনালদোর লক্ষ্য।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দুই মিলিয়নের বেশি ভিউ পায়, তবে অনেক দর্শকই এটি ভালভাবে নেননি। বহু ভক্ত তাদের হতাশা প্রকাশ করেছেন এবং রোনালদোর কন্টেন্টকে মেসির সাম্প্রতিক সাফল্যকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখেছেন।

কিছু ভক্তের মন্তব্য ছিল এরকম-

‘মেসি এই লোককে ইউটিউবার এবং গেমার বানিয়ে দিয়েছে,’ একজন ভক্ত রসিকতা করেন।

অন্য একজন মন্তব্য করেন, ‘মেসির ৪৬তম ট্রফির পর হতাশ না হওয়ার জন্য সে তার সেরাটা দিচ্ছে।’

‘আবেগ এবং হিংসার মধ্যে অনেক পার্থক্য আছে,’ একজন দর্শক রোনালদোর পদক্ষেপকে হিংসার ফলাফল বলে মনে করেন।

এই প্রতিক্রিয়াগুলি ফুটবল জগতের দুই আইকনের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিফলিত করে, যেখানে তাদের ভক্তরা এখনও বিভক্ত। একদিকে মেসির অর্জন যেমন বেড়েই চলেছে, তেমনি রোনালদোও তার অনুরাগীদের জন্য নতুন কন্টেন্ট দিয়ে আলোচনায় থাকছেন।

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গ্যারেথ বেলও সম্প্রতি মেসি-রোনালদো বিতর্কে মতামত দিয়েছেন, যা ফুটবল ইতিহাসে শেষ পর্যন্ত কে সেরা হিসেবে স্মরণীয় হবে তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উসকানিমূলক পোস্ট ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা’

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

রিজার্ভ আরও বাড়ল

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

১০

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

১১

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

১২

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

১৩

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

১৪

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

১৫

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

১৬

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

১৭

নাগরিক নিরাপত্তা অধিকার হুমকির মুখে, আসকের বিবৃতি

১৮

ধানমন্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

১৯

এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X