স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা না পারলেও জয় পেয়েছে ব্রাজিল

জয়সূচক গোলের পর এনরিকের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়সূচক গোলের পর এনরিকের উল্লাস। ছবি : সংগৃহীত

এবারের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বটি ভালো যাচ্ছে না ফুটবল বিশ্বের অন্যতম বড় পরাশক্তি ব্রাজিলের। আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে থাকা দলটি শঙ্কায় ছিল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিয়েও। সে শঙ্কা এখনো পুরোপুরি যায়নি, তবে চিলির মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় আপাতত ব্রাজিলকে শঙ্কামুক্ত করছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত তিনটায় ম্যাচ ছিল আর্জেন্টিনার। সে ম্যাচে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। তার তিন ঘণ্টা পর শুরু হওয়া এই ম্যাচে অবশ্য শুরুতে গোল খেয়ে মনে হচ্ছিল হেরেই যাবে ব্রাজিল। তবে ইগর জেসুস ও লুইস এনরিকে তা হতে দেননি। এই দুজনের গোলে প্রথমে গোল খেয়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

ব্রাজিল শুক্রবার ভোরের কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। যেখানে লুইস এনরিকের ৮৯তম মিনিটের নাটকীয় গোল দল দুটির মধ্যে পার্থক্য গড়ে দেয়। সেলেসাওদের খেলার মান খুব একটা ভালো না হলেও এই জয়ে সেলেসাও ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক ধাপ উপরে উঠলো।

খেলার শুরুটা ব্রাজিলের জন্য খুবই খারাপ হয়েছিল। চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড এডুয়ার্ডো ভার্গাস মাত্র এক মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন। লোয়োলার নিখুঁত ক্রস থেকে ভার্গাসের হেডার গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে চলে যায়, যা চিলিকে দ্রুত ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। ব্রাজিল দল শুরু থেকেই কিছুটা অগোছালো এবং ধীরগতির ছিল। প্রথমার্ধজুড়ে তারা তেমন কোনো সুবিধাই আদায় করতে পারেনি।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সেলেসাওরা তাদের ছন্দ খুঁজে পায়। ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর দুর্দান্ত ক্রস থেকে বোটাফোগোর স্ট্রাইকার ইগর জেসুস হেড দিয়ে সমতাসূচক গোলটি করেন, যা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে। ১-১ গোলে সমতা ফিরিয়ে আনার মাধ্যমে ব্রাজিল প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখায়, যদিও এর আগে তারা তেমন কিছু করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে, অনেক হলুদ কার্ড ও বদলির কারণে খেলার গতি বারবার বাধাগ্রস্ত হয়। চিলি তাদের প্রাথমিক গতি কাজে লাগাতে ব্যর্থ হয় এবং পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ব্রাজিল সুযোগ তৈরি করলেও গোল করতে বারবার ব্যর্থ হচ্ছিল।

অবশেষে খেলার শেষ মুহূর্তে ব্রাজিলের প্রচেষ্টা সফল হয়। বদলি হিসেবে নামা বোটাফোগোর আরেক খেলোয়াড় লুইস এনরিক ৮৯তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ একটি কার্লিং শট করেন, যা নিচের বাঁ কোনায় ঢুকে যায়। এই গুরুত্বপূর্ণ গোলটি ব্রাজিলের চতুর্থ জয় নিশ্চিত করে এবং দরিভাল জুনিয়রের দলকে কিছুটা স্বস্তি দেয়।

এই জয়টি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, কারণ দলের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে ছাড়া দল কিছুটা সংগ্রাম করছে। কোচ দরিভাল জুনিয়রের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার আক্রমণাত্মক লাইনআপ এবং মধ্যমাঠের সিদ্ধান্ত প্রায়ই দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবুও, এই জয়ে ব্রাজিল এখন ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এবং ২০২৬ বিশ্বকাপের স্বয়ংক্রিয় কোয়ালিফিকেশন নিশ্চিত করার পথে এক ধাপ এগিয়ে গেছে। সেলেসাওরা আগামী ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে মুখোমুখি হবে, অন্যদিকে নবম স্থানে থাকা চিলি একই দিনে কলম্বিয়ার বিপক্ষে খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে বাধা নেই

মাদক সেবন করে মাতাল দুই বন্ধুর ঝগড়া, অতঃপর...

কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল  

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

মায়ের সম্মাননায় আবেগপ্রবণ তিশা, ভক্তদের জন্য নিয়ে এলেন সুখবর

দুই ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশের

যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েলে আগামী দিনে কী হতে পারে?

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

জামিন চেয়েছেন লতিফ সিদ্দিকীসহ ৭ আসামি, শুনানি বিকেলে

ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে বিসিবি

১০

আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২

১১

চবিতে ক্লাস-পরীক্ষা শুরু

১২

নিয়মিত বেদানা খাওয়ার ৭ দারুণ উপকারিতা জানালেন পুষ্টিবিদ

১৩

ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের আহ্বান ইউটিএলের 

১৪

৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

১৫

‘পরীক্ষা-নিরীক্ষা’র ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

১৬

আবিদ-হামিম-মায়েদ পরিষদের একগুচ্ছ প্রতিশ্রুতি

১৭

স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সেলিমের কাণ্ড

১৮

কাদের কাছে ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর!

১৯

বেড়িবাঁধের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

২০
X