স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালকে কি এল ক্লাসিকোতে পাবে বার্সা?

লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত

বেশ বড় সমস্যায় পেড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের হয়ে খেলার সময় বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামাল হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন, যা তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দূরে রাখতে পারে, যার মধ্যে পড়তে পারে বহু প্রতীক্ষিত রিয়াল মাদ্রিদের বিপক্ষের ‘এল ক্লাসিকো’ ।

ইয়ামাল, যিনি এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন, শনিবার ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ১-০ গোলে জয়ের ম্যাচে শেষ মুহূর্তে মাঠ ছাড়তে বাধ্য হন। ১৭ বছর বয়সী এই উইঙ্গার স্পেনের ম্যাচে ৯৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এবং চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরে আসেন।

বার্সেলোনা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়ামালের চোটের বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়েছে যে তার বাম হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়েছে। ক্লাবটি জানিয়েছে, ‘আজ (গতকাল) সকালে মূল দলের খেলোয়াড় লামিন ইয়ামালের পরীক্ষায় দেখা গেছে যে, তার বাম হ্যামস্ট্রিংয়ে টান রয়েছে। তার অনুশীলনে ফেরার সময় নির্ধারিত হবে সুস্থতার উপর নির্ভর করে।’

তার চোটের সময়সীমা এখনো নিশ্চিত না হলেও, এটি প্রায় নিশ্চিত যে, ইয়ামাল রোববার (২০ অক্টোবর) সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার লা লিগা ম্যাচটি মিস করবেন। এছাড়া আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’র মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায়, বার্সেলোনা তার দ্রুত সুস্থতা কামনা করছে।

এই মৌসুমে ইয়ামাল বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সব প্রতিযোগিতায় ক্লাবের ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে শুরুর একাদশে ছিলেন। তিনি এবং রবার্ট লেভানডোভস্কি একসঙ্গে লা লিগায় বার্সেলোনার ২১টি গোলে সরাসরি অবদান রেখেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সর্বাধিক গোলস্কোরিং জুটি।

এই চোট বার্সেলোনার জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে এসেছে এবং কোচ হ্যান্সি ফ্লিক আশা করবেন যে, ইয়ামালের অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, কারণ দলের সাফল্যের জন্য তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১০

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১১

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১২

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৩

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৪

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৫

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৬

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৭

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৯

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

২০
X