ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। গত আসরের এফএ কাপের শিরোপাও ঘরে তুলেছে পেপ গার্দিওলার দল। তবে গত মৌসুমের ইপিএলের বেশির ভাগ সময় শীর্ষে থেকেও রানার্সআপ হয় আর্সেনাল। বর্তমান ইংলিশ লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্সআপ আর্সেনাল রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
রোববার (৬ আগস্ট) ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কমিউনিটি শিল্ডের ফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় সিটিজেনদের মুখোমুখি হবে গ্যানাররা।
২০২২-২৩ মৌসুমে নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য অর্জন করে ম্যানসিটি। প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে সিটিজেনরা। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের অসামান্য কীর্তি গড়ে পেপ গার্দিওলার দল।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই চলেছে সিটিজেন আর গ্যানারদের। প্রথম থেকে দুর্দান্ত খেলা আর্সেনাল মৌসুমের মাঝপথেই ছন্দ হারায়। এই সুযোগ কাজে লাগিয়ে লিগের শিরোপা জিতে নেয় ডি ব্রুইনা-হাল্যান্ডরা। তবে ম্যানসিটির কাছে লিগ শিরোপা হারলেও কমিউনিটি শিল্ড জিতে বদলা নিতে চায় মিকেল আর্তেতা বাহিনী।
আর্সেনালের বিপক্ষে বিপক্ষে ৩-২-৪-১ ফর্মেশনে খেলবে পেপ গার্দিওলার শিবির। হল্যান্ড-গুন্দোগানদের ওপর আস্থা রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন এই স্প্যানিশ কোচ। মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা সিটি আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক।
প্রাক মৌসুমে বার্সেলোনার মতো দলকে হারিয়ে দারুণভাবে প্রস্তুতি সেরেছে আর্সেনাল। কমিউনিটি শিল্ড সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাবেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
মন্তব্য করুন