স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গার্দিওলার সম্ভাব্য বিদায়ে ম্যানসিটির কোচিং পরিকল্পনা প্রকাশ

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে নতুন আলোচনা। বর্তমান কোচ পেপ গার্দিওলা আগামী মৌসুম শেষে দায়িত্ব ছাড়তে পারেন—এমন সম্ভাবনা মাথায় রেখে আগেভাগেই বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সেই পরিকল্পনায় সবচেয়ে আলোচিত নাম চেলসির বর্তমান কোচ এনজো মারেস্কা।

বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের তথ্য অনুযায়ী, গার্দিওলার সম্ভাব্য বিদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ম্যানসিটি কর্তৃপক্ষ। যদিও ২০২৪ সালে নতুন করে চুক্তি করেছিলেন স্প্যানিশ এই কোচ, তবে মৌসুমের শেষ দিকে গিয়ে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মারেস্কার নাম উঠে এসেছে ক্লাবের ভেতরের আলোচনায়। এর পেছনে বড় কারণ—ম্যানসিটির সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক। যুব দল থেকে শুরু করে সিনিয়র টিমে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মারেস্কার। ২০২২–২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের পেছনেও কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।

২০২৪ সালে চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকেই মারেস্কার অধীনে স্থিতিশীলতা পেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান, কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিবাচক ছাপ রেখেছেন ইতালিয়ান এই কোচ। ফলে তাঁর প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।

তবে সহজে মারেস্কাকে ছাড়তে চায় না চেলসি। ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচকে নিতে চাইলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ম্যানসিটিকে। ক্লাব সূত্র জানিয়েছে, গ্রীষ্মে মারেস্কার পারফরম্যান্স নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে চেলসিতে ‘কঠিন সময় পার করার’ ইঙ্গিত দিয়েছেন মারেস্কা নিজেই, যা ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও ক্লাবের ভেতরের মহল বলছে, সেগুলো ছিল আবেগী প্রতিক্রিয়া মাত্র।

সব মিলিয়ে গার্দিওলার ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ম্যানচেস্টার সিটি। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে—এনজো মারেস্কা কি ফিরবেন তাঁর পুরোনো ঠিকানায়, নাকি চেলসিতেই দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গুগলে ক্যারিয়ার ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুপ্রেরণার সন্ধ্যা

ওসমান হাদি মারা গেছেন

চট্টগ্রামে আগুনে পুড়ল ভাঙাড়ি দোকান

হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে যোগ দিচ্ছেন রোনালদো?

চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠকের নির্দেশনা তথ্য সচিবের 

৩২৩ রানের জুটি গড়ে লাথাম–কনওয়ের বিরল কীর্তি

পাকিস্তান-চীনের যৌথ মহড়া

এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, যা বলছেন পুলিশ ও স্বজন

১০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন

১১

ঊর্ধ্বমুখী উপসাগরীয় শেয়ারবাজার, ঘুরে দাঁড়াল সৌদি আরব

১২

ব্যবহারিক প্রজনন স্বাস্থ্যজ্ঞান কিশোরীদের গর্ভধারণ উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করতে সক্ষম

১৩

ম্যাচ খেলার পর হাসপাতালে ভর্তি ভারতের তারকা ক্রিকেটার

১৪

সপ্তাহের শেষ দিন কমলো স্বর্ণের দাম

১৫

লেবানন নিয়ে ইউরোপের পরাশক্তির সঙ্গে ‘হাত মেলাচ্ছে’ সৌদি

১৬

মদের দোকানে নারীদের হামলা

১৭

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

১৮

ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

গার্দিওলার সম্ভাব্য বিদায়ে ম্যানসিটির কোচিং পরিকল্পনা প্রকাশ

২০
X