

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে নতুন আলোচনা। বর্তমান কোচ পেপ গার্দিওলা আগামী মৌসুম শেষে দায়িত্ব ছাড়তে পারেন—এমন সম্ভাবনা মাথায় রেখে আগেভাগেই বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সেই পরিকল্পনায় সবচেয়ে আলোচিত নাম চেলসির বর্তমান কোচ এনজো মারেস্কা।
বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের তথ্য অনুযায়ী, গার্দিওলার সম্ভাব্য বিদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ম্যানসিটি কর্তৃপক্ষ। যদিও ২০২৪ সালে নতুন করে চুক্তি করেছিলেন স্প্যানিশ এই কোচ, তবে মৌসুমের শেষ দিকে গিয়ে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মারেস্কার নাম উঠে এসেছে ক্লাবের ভেতরের আলোচনায়। এর পেছনে বড় কারণ—ম্যানসিটির সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক। যুব দল থেকে শুরু করে সিনিয়র টিমে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মারেস্কার। ২০২২–২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের পেছনেও কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।
২০২৪ সালে চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকেই মারেস্কার অধীনে স্থিতিশীলতা পেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান, কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিবাচক ছাপ রেখেছেন ইতালিয়ান এই কোচ। ফলে তাঁর প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।
তবে সহজে মারেস্কাকে ছাড়তে চায় না চেলসি। ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচকে নিতে চাইলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ম্যানসিটিকে। ক্লাব সূত্র জানিয়েছে, গ্রীষ্মে মারেস্কার পারফরম্যান্স নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে চেলসিতে ‘কঠিন সময় পার করার’ ইঙ্গিত দিয়েছেন মারেস্কা নিজেই, যা ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও ক্লাবের ভেতরের মহল বলছে, সেগুলো ছিল আবেগী প্রতিক্রিয়া মাত্র।
সব মিলিয়ে গার্দিওলার ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ম্যানচেস্টার সিটি। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে—এনজো মারেস্কা কি ফিরবেন তাঁর পুরোনো ঠিকানায়, নাকি চেলসিতেই দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দেবেন।
মন্তব্য করুন