স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলিংহ্যামের গোলখরা নিয়ে চিন্তিত নয় মাদ্রিদ

জুড বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত
জুড বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত

গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষ দলগুলোর জন্য রীতিমতো আতঙ্কের নাম ছিল রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। একের পর এক গোল করে রীতিমতো দলগুলোর জন্য এক মুর্তিমান আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছিলেন এই ইংলিশ তারকা। তবে এই মৌসুমে এখন পর্যন্ত গোলই করতে পারেননি তিনি। অন্য কোন ক্লাব হলে হয়তো চিন্তায় পড়ে যেত তবে ক্লাবটি রিয়াল মাদ্রিদ বলেই হয়তো এই নিয়ে ভাবছেনই না দলের কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদে এই মৌসুমে গোল করতে না পারা নিয়ে জুড বেলিংহ্যামের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি। বেলিংহ্যামের জায়গায় এবার দায়িত্ব নিয়ে গোলের দায়িত্ব পালনে প্রস্তুত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি ইতোমধ্যেই এই মৌসুমে ৪৫ গোলের লক্ষ্য নির্ধারণ করেছেন।

গত মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। করিম বেনজেমা ক্লাব ছেড়ে যাওয়ার পর গোলসংকট মেটাতে বেলিংহ্যাম রিয়ালের হয়ে ২৩ গোল করেন এবং লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ে ভূমিকা রাখেন। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে কোনো গোল করতে পারেননি বেলিংহ্যাম।

তবে গোল করতে না পারলেও বেলিংহ্যামের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, এমবাপ্পের উপস্থিতির কারণে বেলিংহ্যামের ওপর গোলের চাপ কমেছে, এবং বর্তমানে তার ভূমিকা মাঝমাঠে আরও গভীরে চলে গেছে। আনচেলত্তি বলেন, ‘বেলিংহ্যাম ভালো করছে। তার কিছু চোটের সমস্যা ছিল, কিন্তু এখন তার শারীরিক অবস্থা ভালো। গত বছর বেনজেমার জায়গায় গোলের অভাব পূরণ করাই ছিল তার দায়িত্ব, তবে এখন আমাদের এমন একজন আছেন, যিনি ৪৫ গোল করতে পারেন।’

ক্লাবের নতুন ‘গ্যালাকটিকো’ তারকা কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমে নিজেকে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করেছেন। আনচেলত্তি আশাবাদী যে এমবাপ্পে শীঘ্রই তার সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন এবং বলেন, ‘সে ইতোমধ্যেই অনেক গোল করেছে এবং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছি।’

লা লিগায় শনিবার (২৬ অক্টোবর) বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, যেখানে বেলিংহ্যাম ও এমবাপ্পের ওপরই আস্থা রাখছে ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১০

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

১১

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

১২

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

১৩

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

১৪

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

১৫

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

১৬

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

১৭

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

২০
X