আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিক। টানা দুম্যাচে গোল কররেন পর্তুগিজ তারকা। প্রতিযোগিতার শেষ ষোলোয় দুর্দান্ত গোল করেন এই ফুটবল তারকা। এবার কোয়ার্টার ফাইনালেও গোল করে রাজা কাসাব্লাঙ্কাকে হারিয়ে আল নাসরকে সেমিফাইনালে তুললেন রোনালদো।
রোববার (৬ আগস্ট) প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে মরক্কোর ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। তাতেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারে পৌঁছে গেল রোনালদো-মানের দল।
কোয়ার্টার ফাইনালের শুরুতেই গোল করেন পর্তুগিজ তারকা রোনালদো। ১৯ মিনিটে অ্যান্ডারসন তালিসকার পাস থেকে আল নাসরকে এগিয়ে দেন সিআরসেভেন। মিনিট দশেক পর আবারও সৌদি ক্লাবটির গোল। ২৯ মিনিটে নাসরের রাইটব্যাক সুলতান আল ঘান্নাম গোল করে ২-০ তে লিড এনে দেন। ৩৮ মিনিটে আইভরিকোস্টের মিডফিল্ডার সেকো ফোফানা তৃতীয় গোল করেন। প্রথমার্ধের আগে ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসরের আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে ফিরে আর কোনো গোল করতে পারেনি দুদল। ফলে ৩-১ গোলের জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠে যায় সৌদির ক্লাবটি।
সেমিফাইনালে পোঁছানোর পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন, ‘আমার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে আমার ভালোই লাগছে।’
আগামী বুধবার (৯ আগস্ট) সেমিফাইনালে ইরাকের ক্লাব আল-শর্তার বিপক্ষে মাঠে নামবে সিআরসেভেনের আল নাসর।
মন্তব্য করুন