শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

পরাজয়ের পরেও দলের প্রতি পূর্ণ সমর্থন স্কালোনির

লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আসুনসিওনের ডিফেন্সোরেস ডেল চাকো স্টেডিয়ামে ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর স্কালোনি দলকে ‘আস্থা প্রদান’ করার কথা বলেন। ‘আমি বিষয়গুলো সংশোধন করতে চাই, উন্নতির জায়গাগুলো দেখতে চাই,’ বলেন তিনি।

স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি। আমি তাদের পাশে আছি। এই ধরনের ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ভালো। বিশেষ করে যারা বেশি সময় মাঠে পায় না তাদের জন্য। আমাদের জানা ছিল এটি একটি কঠিন ম্যাচ হতে চলেছে। এই তো,’ বলেন কোচ।

তিনি আরও যোগ করেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু আলডেরেটের গোলটি আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে। তারা ভালোভাবে রক্ষা করেছে এবং আমাদের জন্য খেলাটা কঠিন ছিল।’

আসুনসিওনে আর্জেন্টিনার পরাজয়ের পর স্কালোনির প্রতিফলন

স্কালোনি আরও জানান, মঙ্গলবার পেরুর বিপক্ষে ম্যাচে ইতিবাচক পথে ফিরে আসার আশায় আছেন এবং দলটির লড়াই করার মানসিকতাকে গুরুত্ব দেন। ‘শেষ পর্যন্ত যা গুরুত্বপূর্ণ, তা হল কোনো বল বা ম্যাচ ছেড়ে না দেওয়া। দলটি সেটাই দেখিয়েছে,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাকে কিছু বিষয় সংশোধন করতে হবে, উন্নতির দিকগুলো দেখতে হবে। তবে এটি কঠিন। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে মঙ্গলবারের জন্য এবং ভক্তদের উৎসাহিত করার মতো কিছু দিতে হবে।’ স্কালোনি ভক্তদের আস্থা রাখার জন্যও আহ্বান জানান, ‘মানুষ যাতে তারা যা করেছে তাতে বিশ্বাস রাখে।’

ড্যারনকোর বিতর্কিত রেফারিং নিয়ে স্কালোনির বক্তব্য

ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন ড্যারনকোর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে স্কালোনি মন্তব্য করতে চাননি, যিনি মেসিকে ফাউল করলেও ওমর আলডেরেটেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি এবং পরবর্তীতে আলডেরেট সেই গোল করে প্যারাগুয়েকে জয় এনে দেন। ‘আমি অনেক কিছু বলতে পারি... এটি বলার কোনো মানে নেই এবং এটি অজুহাতের মতো শোনাবে। আমি কিছু বলতে চাই না যাতে এটি অজুহাত হিসেবে বোঝানো না হয় এবং মানুষ ভুলভাবে না নেয়। যা ঘটেছে, আমরা সবাই দেখেছি,’ বলেন তিনি।

‘ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটাই সব। আমি এসব থেকে অনেক কিছু শিখেছি। অনেক সময় মানুষ অজুহাত খোঁজার চেষ্টা করে, আর সেটাকে অন্যভাবে বুঝতে পারে। এ বিষয়ে এখানেই শেষ করা যাক,’ বলেন আর্জেন্টিনা কোচ, যিনি ম্যাচ চলাকালীন ড্যারনকোকে "চতুর" বলে আক্রমণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১০

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১১

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১২

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৩

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৪

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৫

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৬

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৭

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৮

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৯

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

২০
X