স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাথলেটিকো ম্যাচের আগে বার্সা শিবিরে বড় দুঃসংবাদ

ইনজুরিতে মাঠের বাইরে যাচ্ছেন ইয়ামাল। ছবি : সংগৃহীত
ইনজুরিতে মাঠের বাইরে যাচ্ছেন ইয়ামাল। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনার। রোববার (১৫ ডিসেম্বর) পুঁচকে লেগানেসের বিপক্ষে হারের পর আরও বড় দুঃসংবাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। দলের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ইনজুরিতে পড়েছেন। যার ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি যার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় লা লিগা প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ।

লেগানেসের বিপক্ষে হারের সময় গোড়ালির লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। ফলে স্প্যানিশ সুপারকোপায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সম্ভাব্য এল ক্লাসিকোতেও তাকে পাওয়া যাবে না।

লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে চোট পেলেও ইয়ামাল ৭৫ মিনিট পর্যন্ত খেলেছিলেন এবং পরে গাভির পরিবর্তে মাঠ ছেড়েছিলেন। এটি একই গোড়ালি যেখানে নভেম্বর মাসে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচের পর চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে পাঁচটি ম্যাচ মিস করার পর ৩০ নভেম্বর লাস পালমাসের বিপক্ষে ফেরেন তিনি।

সোমবার বার্সেলোনা জানিয়েছে, ‘পরীক্ষায় দেখা গেছে, ইয়ামালের গোড়ালির লিগামেন্টে চোট রয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

ফলে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবারের ম্যাচে বার্সেলোনা তাকে পাচ্ছে না। লা লিগায় দুই দল সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, যদিও অ্যাথলেটিকোর একটি ম্যাচ কম খেলা রয়েছে।

লা লিগার শীতকালীন বিরতির পর বার্সেলোনা আগামী ৪ জানুয়ারি কোপা দেল রে-তে চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রোর মুখোমুখি হবে। এরপর ৮ জানুয়ারি স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ইনজুরির কারণে ইয়ামালের সুপারকোপায় অংশ নেওয়া অনিশ্চিত।

বার্সেলোনার পরবর্তী লা লিগা ম্যাচ ১৮ জানুয়ারির সপ্তাহে গেটাফের বিপক্ষে অনুষ্ঠিত হবে, তবে এখনো তারিখ নিশ্চিত হয়নি।

হানসি ফ্লিকের অধীনে এই মৌসুমে ইয়ামাল বার্সেলোনার অন্যতম উজ্জ্বল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি ৬টি গোল করেছেন এবং ১১টি গোল করিয়েছেন। রাফিনিয়া ও রবার্ট লেভানডভস্কির সঙ্গে তার আক্রমণাত্মক জুটি বার্সেলোনার আক্রমণভাগকে শক্তিশালী করেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তিন দিকের শিরোপা দৌড়ে টিকে থাকতে বার্সেলোনা ইয়ামালের দ্রুত সেরে ওঠার আশায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১০

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১১

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১২

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৩

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

১৪

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

১৫

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

১৬

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

১৭

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

১৮

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

১৯

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

২০
X