স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালকে হতাশ করে বায়ার্নে নতুন চুক্তির পথে ডেভিস

আলফোনসো ডেভিস। ছবি: সংগৃহীত
আলফোনসো ডেভিস। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের তারকা লেফট-ব্যাক আলফোনসো ডেভিস ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন, যা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তাকে দলে টানার আশা একপ্রকার শেষ করে দিয়েছে।

আলফোনসো ডেভিসের বর্তমান চুক্তি শেষ হচ্ছে এই বছরের গ্রীষ্মে। রিয়াল মাদ্রিদ তাকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও, বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বায়ার্নের সঙ্গে চার বছরের নতুন চুক্তি স্বাক্ষরের পথে রয়েছেন এই কানাডিয়ান তারকা। ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে চুক্তি নিয়ে অল্প কিছু মতপার্থক্য রয়েছে, যা শীঘ্রই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে রিয়াল মাদ্রিদ ডেভিসের প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছিল। তবে বায়ার্ন ভক্তদের জন্য এটি স্বস্তির খবর যে তাদের প্রিয় ক্লাব তারকা লেফট-ব্যাককে ধরে রাখতে সফল হয়েছে। ক্লাবের ট্রান্সফার প্রধান ম্যাক্স এবারল বলেছেন, 'আমার ধৈর্যের অভাব থাকতে পারে, তবে আমরা সবসময় বাস্তবতাকে প্রাধান্য দেই।'

তিনি আরও যোগ করেন, 'বিভিন্ন গুজব ছড়িয়েছে—কখনো বলা হয়েছে চুক্তি ভেঙে গেছে, আবার কখনো বলা হয়েছে চুক্তি চূড়ান্তের পথে। কিন্তু সত্য হলো, আমরা খেলোয়াড়ের সঙ্গে একটি ভালো চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলোচনা ইতিবাচকভাবেই চলছে।'

ডেভিসকে হারানো রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। ফ্রি ট্রান্সফারে বিশ্বসেরা খেলোয়াড়দের দলে নেওয়ার ক্ষেত্রে তাদের সুনাম রয়েছে। গত গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে সেই সাফল্যের পরিচয় দিয়েছিল তারা। আগামী বছরে লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকেও একইভাবে দলে টানার জোর প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ। তবে ডেভিসকে না পাওয়ায় তাদের পরিকল্পনায় ধাক্কা লাগল।

ডেভিস ২০১৮ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের হয়ে সাত বছরের পথচলা তাঁকে বিশ্বের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন চুক্তির মাধ্যমে তিনি মিউনিখে নিজের ভবিষ্যৎ আরও চার বছরের জন্য নিশ্চিত করবেন। তার পরবর্তী লক্ষ্য বায়ার্নকে আবারও বুন্দেসলিগা শিরোপা এনে দেওয়া।

বায়ার্ন মিউনিখের সমর্থকরা এখন নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারেন। ডেভিসের থেকে পাওয়া জাদুকরী পারফরম্যান্স বায়ার্নকে সাফল্যের পথে আরও এগিয়ে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

১০

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১১

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১২

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১৩

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৪

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৫

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৭

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৮

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৯

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

২০
X