স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলে বিদ্রোহের মাঝেই কোচ বাটলারের অনুশীলন

পিটার বাটলার। ছবি : সংগৃহীত
পিটার বাটলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলে অস্থিরতা চরমে পৌঁছেছে। জাতীয় দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। দাবি একটাই—বাটলারকে অপসারণ করতে হবে, নইলে তারা আর খেলবেন না। তবে এই সংকটের মাঝেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাত্র ১৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলনে নেমেছেন ব্রিটিশ কোচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী দলের ক্যাম্পে ৩১ জন খেলোয়াড়কে ডেকেছিল। তবে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে মাত্র ১৩ জন আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন। তারা হলেন—রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

অন্যদিকে, জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় অনুশীলন বয়কট করেছেন, যার মধ্যে রয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ও তারকা ফুটবলাররা—সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্দা, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও গোলরক্ষক রুপ্না চাকমা। শুধু সিনিয়ররাই নন, উঠতি তারকা নীলাসহ আরও কয়েকজনও কোচের বিরুদ্ধে এই বিদ্রোহে যোগ দিয়েছেন।

নারী ফুটবলারদের সঙ্গে কোচ বাটলারের দূরত্ব তৈরি হয় সাফ চ্যাম্পিয়নশিপের সময় থেকেই। শিরোপা জিতলেও দলের সিনিয়র খেলোয়াড়রা কোচের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাদের দাবি, বাটলারের কৌশল, আচরণ এবং পরিচালন পদ্ধতি দলকে আরও ঐক্যবদ্ধ করার বদলে বিভক্ত করছে।

সাম্প্রতিক বিদ্রোহের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে, যদি বাটলার কোচ হিসেবে থাকেন, তাহলে তারা জাতীয় দলে আর খেলবেন না। তবুও বাফুফে দুই বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে, যা খেলোয়াড়দের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

এই সংকট নিরসনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি বিশেষ কমিটি গঠন করেছে। আজ বিকেলে সেই কমিটির সভা হওয়ার কথা রয়েছে, যেখানে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর এটি জাতীয় দলের প্রথম অনুশীলন হলেও, মাঠের সংকটের পাশাপাশি দলীয় সংকটই এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নারী ফুটবলের এই অস্থিরতা কত দ্রুত সমাধান হবে, সেটিই এখন দেখার বিষয়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

১০

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

১১

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

১২

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৩

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

১৪

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

১৫

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

১৬

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১৮

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১৯

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

২০
X