স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির প্রথম জয়

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র ক্লাব ছেড়েছেন আগেই। কিলিয়ান এমবাপ্পে আছেন বটে, তবে ক্লাবের সঙ্গে সম্পর্কটা তারও যখন তখন শেষ হয়ে যেতে পারে। বর্তমান এই পিএসজির সাথে আগের মৌসুমের পিএসজির মিল নেই বললেই চলে।

এমন অনিশ্চয়তার মধ্যে মৌসুম শুরু করে প্রথম দুই ম্যাচেই জয়বঞ্চিত থেকেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে তুলুসের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেও দলকে জেতাতে পারেননি বর্তমানে দলটির সেরা তারকা এমবাপ্পে। তবে তৃতীয় ম্যাচে এমবাপ্পেকে শুরু থেকে খেলালেন পিএসজি কোচ লুইস এনরিকে, ফলও এনে দিলেন ফরাসি এই স্ট্রাইকার।

শনিবার (২৬ আগস্ট) পিএসজির ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লাসের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল পিএসজি। মার্কো অ্যাসেন্সিও ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লাসকে ৩-১ গোলে হারিয়ে ভুলতে বসা জয়ের স্বাদ পেয়েছে লুইস এনরিকের দল। ক্রিস্টফ গালতিয়েরের পর কোচ হয়ে এসে লিগে প্রথম জয়ের মুখ দেখলেন বার্সেলোনার হয়ে ট্রেবলজয়ী স্প্যানিশ কোচ এনরিকে।

মৌসুমের দ্বিতীয় ম্যাচে হারতে থাকায় এমবাপ্পেকে বিরতির পর নামাতে বাধ্য হয়েছিলেন এনরিকে। তারপরও শেষ পর্যন্ত তুলুসের বিপক্ষে ব্যর্থ হয় তার দল। এদিন তাই আর ঝুঁকি নেননি এনরিকে। প্রথম একাদশেই ছিলেন দলের সেরা তারকা। আস্থার প্রতিদানও দিয়েছেন। জোড়া গোলই শুধু না, দারুণ খেলেছেন ম্যাচজুড়েই।

গত মৌসুমের রানার্স আপ লাস এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। আজ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে অতিথি হয়ে গিয়ে অবশ্য খুব খারাপ খেলেনি লাস। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পিএসজি পেরেছে।

এদিন শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলছিল পিএসজি। তবে প্রথম গোলের জন্য প্রথমার্ধের একদম শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ৪৫ মিনিটে অ্যাসেন্সিও গোল করে এগিয়ে দেন পিএসজিকে। রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে লিগ ওয়ানের জায়ান্টদের শিবিরে যোগ দিয়েছেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় পিএসজি। দারুণ খেলতে থাকা এমবাপ্পে ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করেন এমবাপ্পে।

পিএসজি অবশ্য তাদের জাল অক্ষত রাখতে পারেনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মর্গান গুইলাভোগুই লাসের হয়ে একটি গোল শোধ করেন। এই জয়ে তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মোনাকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X