স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির প্রথম জয়

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র ক্লাব ছেড়েছেন আগেই। কিলিয়ান এমবাপ্পে আছেন বটে, তবে ক্লাবের সঙ্গে সম্পর্কটা তারও যখন তখন শেষ হয়ে যেতে পারে। বর্তমান এই পিএসজির সাথে আগের মৌসুমের পিএসজির মিল নেই বললেই চলে।

এমন অনিশ্চয়তার মধ্যে মৌসুম শুরু করে প্রথম দুই ম্যাচেই জয়বঞ্চিত থেকেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে তুলুসের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেও দলকে জেতাতে পারেননি বর্তমানে দলটির সেরা তারকা এমবাপ্পে। তবে তৃতীয় ম্যাচে এমবাপ্পেকে শুরু থেকে খেলালেন পিএসজি কোচ লুইস এনরিকে, ফলও এনে দিলেন ফরাসি এই স্ট্রাইকার।

শনিবার (২৬ আগস্ট) পিএসজির ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লাসের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল পিএসজি। মার্কো অ্যাসেন্সিও ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লাসকে ৩-১ গোলে হারিয়ে ভুলতে বসা জয়ের স্বাদ পেয়েছে লুইস এনরিকের দল। ক্রিস্টফ গালতিয়েরের পর কোচ হয়ে এসে লিগে প্রথম জয়ের মুখ দেখলেন বার্সেলোনার হয়ে ট্রেবলজয়ী স্প্যানিশ কোচ এনরিকে।

মৌসুমের দ্বিতীয় ম্যাচে হারতে থাকায় এমবাপ্পেকে বিরতির পর নামাতে বাধ্য হয়েছিলেন এনরিকে। তারপরও শেষ পর্যন্ত তুলুসের বিপক্ষে ব্যর্থ হয় তার দল। এদিন তাই আর ঝুঁকি নেননি এনরিকে। প্রথম একাদশেই ছিলেন দলের সেরা তারকা। আস্থার প্রতিদানও দিয়েছেন। জোড়া গোলই শুধু না, দারুণ খেলেছেন ম্যাচজুড়েই।

গত মৌসুমের রানার্স আপ লাস এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। আজ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে অতিথি হয়ে গিয়ে অবশ্য খুব খারাপ খেলেনি লাস। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পিএসজি পেরেছে।

এদিন শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলছিল পিএসজি। তবে প্রথম গোলের জন্য প্রথমার্ধের একদম শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ৪৫ মিনিটে অ্যাসেন্সিও গোল করে এগিয়ে দেন পিএসজিকে। রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে লিগ ওয়ানের জায়ান্টদের শিবিরে যোগ দিয়েছেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় পিএসজি। দারুণ খেলতে থাকা এমবাপ্পে ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করেন এমবাপ্পে।

পিএসজি অবশ্য তাদের জাল অক্ষত রাখতে পারেনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মর্গান গুইলাভোগুই লাসের হয়ে একটি গোল শোধ করেন। এই জয়ে তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মোনাকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X