স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে সান্তোসেই থাকছেন নেইমার!

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবলের পোস্টারবয় নেইমার মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও পায়ের জাদুতে, কখনও বা ক্লাব বদলের গুঞ্জনে। সম্প্রতি ইউরোপের ক্লাবগুলোর আগ্রহের মাঝেও ৩৩ বছর বয়সী তারকা চূড়ান্ত করেছেন নিজের ভবিষ্যৎ—ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসেই থাকছেন আরও এক বছর। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইউওএল জানাচ্ছে, এই সপ্তাহেই চুক্তিতে সই করবেন নেইমার।

সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা মঙ্গলবার নেইমারের বাবা ও প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন, তবে নতুন চুক্তির আওতায় নেইমার থাকবেন আরও এক বছর, যেখানে থাকছে পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ এবং ম্যাচ ও গোলসংখ্যার ওপর ভিত্তি করে বোনাস।

সান্তোসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নেইমারের আগের চুক্তি অনুযায়ী বকেয়া থাকা ১৩ মিলিয়ন ইউরো ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা হবে।

সম্প্রতি গুঞ্জন ছিল, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আগ্রহী কিছু ইউরোপিয়ান ক্লাব নেইমারের সঙ্গে যোগাযোগ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের ক্লাব ফেনারবাচে, যাদের কোচ হোসে মরিনহো স্বয়ং। তবে শেষ পর্যন্ত নেইমার বেছে নিয়েছেন ঘরের ক্লাব সান্তোসকে, যেখানে তিনি জানুয়ারিতে আল-হিলাল থেকে ফিরে এসেছেন।

সান্তোসে ফিরে আসার পর ১২ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। ক্লাবের সঙ্গে আবারও মানিয়ে নিতে থাকা নেইমার এখন পুরোপুরি ফোকাসড নিজের ছন্দ ফিরে পাওয়ায়।

সবচেয়ে বড় লক্ষ্য অবশ্য সামনে—২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে চান নেইমার। নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে ঘিরেই তৈরি করছেন সেলেসাওয়ের আক্রমণভাগ। আনচেলত্তি এরইমধ্যে বলেছেন,

‘নেইমার দলে অপরিহার্য। সে মাঠে যে কোনো জায়গায় খেলতে পারে, আমরা তাকে নিয়ে পরিকল্পনা করছি।’

নেইমার সান্তোসের সঙ্গে চুক্তিতে সই করার পরই শুক্রবার আবারও অনুশীলনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। আর সেইসঙ্গে শুরু হবে তার আরেক অধ্যায়—যেখানে একদিকে স্বপ্ন বিশ্বকাপ, অন্যদিকে ক্লাব ফুটবলে সান্তোসকে আবারও গৌরবের পথে ফেরানো।

বয়স যতই হোক, নেইমারের ভেতরের আগুন এখনো নেভেনি। ইউরোপের ঝলমলে অফার নয়, ঘরের মাঠেই আবারও আলো ছড়াতে প্রস্তুত ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। আর সেই আলো হয়তো আবারও পথ দেখাবে সেলেসাওকে—২০২৬ বিশ্বকাপের মঞ্চে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

১০

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১১

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১২

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১৩

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৪

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৫

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৬

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৭

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৮

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৯

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

২০
X