লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই গোটা যুক্তরাষ্ট্র মেসি-ম্যানিয়ায় আক্রান্ত। আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নামা মানেই ভিন্ন এক উন্মাদনা দেখা য়ায় সমর্থকদের মাঝে। তেমনি এক উন্মাদনা দেখা গেছে মায়ামি-লস অ্যাঞ্জেলেসের মধ্যকার ফুটবল ম্যাচে। এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের গোল মিসে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ।
সোমবার (৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন মেসি।
মেসিদের দুর্দান্ত জয়ের মাহাত্ম্য আরও বেড়েছে কয়েকগুণে। কারণ হলিউডের শহর লস অ্যাঞ্জেলেসে মেসির আগমন লস এঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে তারকাদের ঢল নামে। বিশ্ব ফুটবলের খুঁদে জাদুকর মেসিকে দেখতে গ্যালারিতে হলিউড তারকাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ সাবেক (টুইটার)-এ একটি তালিকা ছড়িয়ে পড়ে। তালিকা থেকে জানা গেছে, এদিন মেসির খেলা দেখতে চলচ্চিত্র, সংগীত, খেলার জগৎসহ প্রায় ৪০ জন তারকা বিমএও স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন।
মেসির খেলা দেখতে যেসব তারকা গ্যালারিতে ছিলেন, তাদের মধ্যে প্রিন্স হ্যারি, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেরার্ড বাটলার, সংগীত তারকা সেলেনা গোমেজ, বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস ছিলেন অন্যতম। যখনই মেসির পায়ে বল যায় তখনই উচ্ছ্বাসে ফেটে পড়েন এই তারকারা।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় মেসির একটি গোলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সেলেনা গোমেজের অবাক হওয়ার অভিব্যক্তি ধরা পড়েছে।
ম্যাচের ৩৮ মিনিটের সময় ঘটানাটি ঘটেছে। ডি-বক্সের বাইরে থেকে ডিয়েগো গোমেজের বাড়ানো বল রিসিভ করেন মেসি। লস অ্যাঞ্জেলেসের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু অবিশ্বাস্য ক্ষিপ্রতায় গোল ফিরিয়ে দেন লস অ্যাঞ্জেলেস গোলকিপার জন ম্যাকার্থি।
গোল না হওয়ায় হতাশা প্রকাশ করেন মেসি। এ সময় মুখে হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় প্রিন্স হ্যারি ও মার্কিন র্যাপার টাইগার। কিন্তু মেসির গোল মিসের ঘটনায় মার্কিন সংগীত তারকা সেলেনা গোমেজের অভিব্যক্তি সবাইকে ছাপিয়ে যায়। স্টেডিয়ামের দর্শক সারিতে সাদা জামা পরিহিত সেলেনা গোমেজ আকাশ থেকে পড়েন গোলটি না হওয়ায়। এ ঘটনায় চোখও যেন কপালে উঠে গিয়েছিল পপ তারকার! দ্বিতীয়ার্ধে জোড়া অ্যাসিস্ট করে বিএমও স্টেডিয়ামের তারকাদের প্রত্যাশা পূরণ করে দেন মেসি।
মন্তব্য করুন