স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচ পেছানোর আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। কারণ হিসেবে তারা দেখিয়েছিল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ফলে তাদের খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির প্রয়োজন। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) একজন বিচারক তাদের এই আবেদন নাকচ করে দিয়েছেন।
লস ব্লাঙ্কোসদের জন্য লা লিগার নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৯ আগস্ট, মঙ্গলবার। রিয়াল মাদ্রিদ ওইদিন রাত ৯টায় সান্তিয়াগো বার্নাব্যুয়ে খেলবে ওসাসুনার বিপক্ষে। অথচ মাদ্রিদের দাবি ছিল, ক্লাব বিশ্বকাপের ব্যস্ত সূচির পর এই ম্যাচটি বেশ আগেই পড়ে যাচ্ছে।
গত ৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। এরপর তারা ১১ জুলাই থেকে বিশ্রামে যায়। দলটির দাবি ছিল, এই সময় থেকে মৌসুম শুরুর আগ পর্যন্ত প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। খেলোয়াড় ইউনিয়নও একমত হয়ে চেয়েছিল প্রস্তুতির জন্য অতিরিক্ত ২১ দিনের সময়।
কিন্তু বিচারক হোসে আলবার্তো পেলায়েস স্পষ্ট করে দিয়েছেন, স্পেনের পেশাদার ফুটবলের যৌথ চুক্তিতে ২১ দিনের নিরবচ্ছিন্ন বিশ্রাম-এর কথাই বলা হয়েছে, প্রস্তুতির জন্য অতিরিক্ত ২১ দিন চাওয়ার কোনো ভিত্তি নেই। সেই হিসেবে মাদ্রিদের খেলোয়াড়েরা ইতোমধ্যে নির্ধারিত বিশ্রাম সম্পন্ন করেছেন।
বিচারক পেলায়েস তার রায়ে বলেন, ‘মাদ্রিদ দল ১১ জুলাই থেকে বিশ্রামে রয়েছে, সুতরাং তারা ২১ দিনের পরিপূর্ণ বিশ্রাম পেয়েছে। নিয়মে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের উল্লেখ নেই।’
তাই ম্যাচটি পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেই জানান তিনি।
রায় ঘোষণার পর রিয়াল মাদ্রিদ চাইলে ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করতে পারবে।
অন্যদিকে, লা লিগার বাকি দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের মৌসুম শুরু করছে যথাক্রমে ১৬ আগস্ট (রিয়াল মায়োর্কার বিপক্ষে) ও ১৭ আগস্ট (এস্পানিওলের বিপক্ষে)। তাই ম্যাচ পেছানোর দাবি শুধুই রিয়াল মাদ্রিদের তরফ থেকে এসেছিল।
বিশ্বকাপ, ক্লাব ফুটবল, লা লিগা — তিনটি ব্যস্ত মঞ্চের মধ্যে সময় মেলানো সত্যিই কঠিন। কিন্তু নিয়মের বাঁধনে যে সবাইকেই চলতে হয়, তা আরও একবার প্রমাণ হলো। মাঠে প্রস্তুতির ঘাটতি থাকলেও, আইনি লড়াইয়ে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয়, মাঠের খেলায় তারা কতটা প্রস্তুত!
মন্তব্য করুন