স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বেলিংহামের গোলে জুভেন্তাসকে হারাল রিয়াল মাদ্রিদ

জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত
জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে জুভেন্তাসের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি আসে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে। অবশ্য গোলটির গোড়াপত্তন ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক মুভ থেকে। তবে জয় সত্ত্বেও মাদ্রিদের পারফরম্যান্সে আগের মতো ছন্দের অভাব ছিল স্পষ্ট, এবং আবারও দলকে রক্ষা করতে হয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।

রোববারের এল-ক্ল্যাসিকোর আগে হওয়া এই ম্যাচে রিয়ালের ফুটবলে প্রত্যাশিত ধার দেখা যায়নি। দলটি সংগঠিতভাবে খেললেও, আক্রমণে ধারাবাহিকতা ও ফিনিশিংয়ের ঘাটতি থেকে যায়। পুরো ম্যাচে তারা ২৭টি শট নিলেও একটিই গোল আসে বেলিংহামের পা থেকে।

রিয়াল কোচ জাবি আলোনসো বেলিংহাম ও আরদা গুলেরকে মিডফিল্ডে ব্যবহার করেন, যদিও দুজনই প্রকৃতপক্ষে আক্রমণাত্মক মিডফিল্ডার। মাঝমাঠে চুয়ামেনি ও গুলারকে জুটি করে খানিকটা নতুন জ্যামিতি তৈরির চেষ্টা করেন আলোনসো, আর বেলিংহামকে খেলান এমবাপ্পের ঠিক পিছনে। ভিনিসিয়ুস ও ব্রাহিম দিয়াজ ছিলেন দুই প্রান্তে, আর ভালভার্দেকে টেনে নেন ডান ফ্ল্যাঙ্কে রক্ষণে সহায়তার ভূমিকায়।

অন্যদিকে, ইগর তুদরের জুভেন্তাস খেলতে নামে ৩-৫-২ ফরমেশনে। প্রথমার্ধে তারা রিয়ালের প্রেস ভেঙে দ্রুত আক্রমণ সাজাতে সক্ষম হয় এবং কোর্তোয়াকে দুবার বড় সেভ করতে বাধ্য করে—একবার ম্যাককেনি ও একবার গাত্তির শটে।

তবে ধীরে ধীরে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ব্রাহিম ও চুয়ামেনি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও জুভেন্টাস গোলরক্ষক দি গ্রেগোরিও ছিলেন দুর্দান্ত। অন্যদিকে এমবাপ্পেকে বেশিরভাগ সময় পিঠ ঘুরিয়ে খেলতে বাধ্য করা হয়, ফলে তিনি প্রভাব বিস্তার করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জুভেন্তাসের জন্য সেরা সুযোগটি আসে ভ্লাহোভিচের পায়ে। মিলিতাওকে কাটিয়ে তিনি জোরালো শট নেন, কিন্তু কোর্তোয়া চিরাচরিত দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন। সেই সেভের পরই ম্যাচের গতি পাল্টে যায়। এরপরই একমাত্র উল্লেখযোগ্য মুভে ভিনিসিয়ুস দুবার বক্সে ঢুকে ক্রস শট নেন, বল পোস্টে লেগে ফিরে এলে তৎক্ষণাৎ ফিনিশ করেন বেলিংহাম।

এ গোলের পর জুভেন্তাস আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং রিয়াল ম্যাচের বাকি সময় বলের দখল ধরে রেখে জয় নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সরকারি আবাসন পরিদপ্তরে বড় নিয়োগ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

১০

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

১১

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

১২

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

১৩

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১৪

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১৫

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১৬

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৭

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১৮

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১৯

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

২০
X