স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বেলিংহামের গোলে জুভেন্তাসকে হারাল রিয়াল মাদ্রিদ

জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত
জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে জুভেন্তাসের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি আসে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে। অবশ্য গোলটির গোড়াপত্তন ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক মুভ থেকে। তবে জয় সত্ত্বেও মাদ্রিদের পারফরম্যান্সে আগের মতো ছন্দের অভাব ছিল স্পষ্ট, এবং আবারও দলকে রক্ষা করতে হয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।

রোববারের এল-ক্ল্যাসিকোর আগে হওয়া এই ম্যাচে রিয়ালের ফুটবলে প্রত্যাশিত ধার দেখা যায়নি। দলটি সংগঠিতভাবে খেললেও, আক্রমণে ধারাবাহিকতা ও ফিনিশিংয়ের ঘাটতি থেকে যায়। পুরো ম্যাচে তারা ২৭টি শট নিলেও একটিই গোল আসে বেলিংহামের পা থেকে।

রিয়াল কোচ জাবি আলোনসো বেলিংহাম ও আরদা গুলেরকে মিডফিল্ডে ব্যবহার করেন, যদিও দুজনই প্রকৃতপক্ষে আক্রমণাত্মক মিডফিল্ডার। মাঝমাঠে চুয়ামেনি ও গুলারকে জুটি করে খানিকটা নতুন জ্যামিতি তৈরির চেষ্টা করেন আলোনসো, আর বেলিংহামকে খেলান এমবাপ্পের ঠিক পিছনে। ভিনিসিয়ুস ও ব্রাহিম দিয়াজ ছিলেন দুই প্রান্তে, আর ভালভার্দেকে টেনে নেন ডান ফ্ল্যাঙ্কে রক্ষণে সহায়তার ভূমিকায়।

অন্যদিকে, ইগর তুদরের জুভেন্তাস খেলতে নামে ৩-৫-২ ফরমেশনে। প্রথমার্ধে তারা রিয়ালের প্রেস ভেঙে দ্রুত আক্রমণ সাজাতে সক্ষম হয় এবং কোর্তোয়াকে দুবার বড় সেভ করতে বাধ্য করে—একবার ম্যাককেনি ও একবার গাত্তির শটে।

তবে ধীরে ধীরে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ব্রাহিম ও চুয়ামেনি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও জুভেন্টাস গোলরক্ষক দি গ্রেগোরিও ছিলেন দুর্দান্ত। অন্যদিকে এমবাপ্পেকে বেশিরভাগ সময় পিঠ ঘুরিয়ে খেলতে বাধ্য করা হয়, ফলে তিনি প্রভাব বিস্তার করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জুভেন্তাসের জন্য সেরা সুযোগটি আসে ভ্লাহোভিচের পায়ে। মিলিতাওকে কাটিয়ে তিনি জোরালো শট নেন, কিন্তু কোর্তোয়া চিরাচরিত দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন। সেই সেভের পরই ম্যাচের গতি পাল্টে যায়। এরপরই একমাত্র উল্লেখযোগ্য মুভে ভিনিসিয়ুস দুবার বক্সে ঢুকে ক্রস শট নেন, বল পোস্টে লেগে ফিরে এলে তৎক্ষণাৎ ফিনিশ করেন বেলিংহাম।

এ গোলের পর জুভেন্তাস আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং রিয়াল ম্যাচের বাকি সময় বলের দখল ধরে রেখে জয় নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X