স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের মন্তব্যে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ

ইয়ামালের ওপর চরম বিরক্ত রিয়ালের খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত
ইয়ামালের ওপর চরম বিরক্ত রিয়ালের খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত

এল ক্লাসিকোর আগের উত্তেজনা যেন আরও উসকে দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে তার ‘চুরি করে, অভিযোগ তোলে’ মন্তব্য এখন রীতিমতো অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠেছে মাদ্রিদ শিবিরে। মার্কা–র খবর অনুযায়ী, ইয়ামালের এই মন্তব্যে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নেমে এসেছে “অসহিষ্ণুতা ও ক্ষোভের” ছায়া।

ভালদেবেবাসে (রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণ কেন্দ্র) এখন সাধারণ মনোভাব—ইয়ামাল পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করেছেন। দলের অনেক খেলোয়াড় মনে করছেন, এই তরুণ উইঙ্গার “সহকর্মীদের প্রতি অসম্মান দেখিয়েছেন” এবং মাঠের বাইরে এমন আচরণে তারা “ক্লান্ত ও বিরক্ত।”

ইয়ামালের মন্তব্য—“তারা চুরি করে, অভিযোগ করে, সব কিছু করে”—যে কথাটি তিনি জেরার্ড পিকে ও ইবাই ল্লানোসের সঙ্গে কিংস লিগ–এর আলোচনায় বলেন, সেটিই এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য হয়ে উঠেছে বাড়তি প্রেরণা।

বিশেষ করে গত মৌসুমে বার্সেলোনার কাছে টানা চার পরাজয়ের পর, এই মন্তব্য মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে নতুন আগুন জ্বেলে দিয়েছে। মার্কা জানিয়েছে, শুক্রবারের অনুশীলনে ইয়ামালের মন্তব্য নিয়ে ড্রেসিংরুমে দীর্ঘ আলোচনা হয়, যেখানে কয়েকজন সিনিয়র খেলোয়াড় খোলাখুলিভাবে ক্ষোভ প্রকাশ করেন।

রিয়াল মাদ্রিদ শিবির মনে করছে, ইয়ামালের এই ‘চুরির’ মন্তব্যটি বিশেষভাবে অনুচিত, কারণ এটি এসেছে এমন সময় যখন নেগ্রেইরা কেস এখনো স্পেনের ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই মামলায় দুই দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনা কর্তৃক রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে অর্থ প্রদানের অভিযোগ রয়েছে।

এমন প্রেক্ষাপটে মাদ্রিদের খেলোয়াড়রা মনে করছেন, ইয়ামালের এই মন্তব্য “বিরাট আত্মবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন।”

যদিও কেউ প্রকাশ্যে কিছু বলছেন না, তবে ভেতরে ভেতরে ক্লাসিকোকে ঘিরে মাদ্রিদ শিবিরে এখন ‘প্রতিশোধের’ আগুন জ্বলছে। ইয়ামালের কথাগুলোকে তারা ম্যাচের আগের ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিচ্ছেন, যা তাদের মাঠে আরও তীব্র ও আগ্রাসী করবে।

রোববার বার্নাব্যুতে যখন লা লিগার শীর্ষস্থান নির্ধারণী ক্লাসিকো মাঠে গড়াবে, তখন সেই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয়—বরং বার্সেলোনার তরুণ তারকার এক মন্তব্যের জবাব দেওয়ারও সুযোগ হয়ে উঠবে রিয়াল মাদ্রিদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে ১৬ বাংলাদেশির অমানবিক বসবাস, মালিকের বিরুদ্ধে মামলা

এক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করল পাকিস্তান

আগামী নির্বাচনে আ.লীগ-জাপার অংশগ্রহণ নিয়ে আখতারের বার্তা

গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের

তারেক রহমান কবে ফিরছেন, জানালেন সালাহউদ্দিন আহমদ

সাফ অ্যাথলেটিক্সেও হতাশা, হিটই শেষ করতে পারলেন না শিরিন

ইয়ামালের মন্তব্যে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম করল সৌদি

বিএনপির ২০০ প্রার্থী চলতি মাসে পাচ্ছেন ‘সবুজ সংকেত’

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

১০

কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতার হামলা

১২

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

১৩

অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু

১৪

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

১৫

পাশের দোকানে ক্রেতা বেশি, মালিককে মারধর অন্য ব্যবসায়ীর

১৬

গোয়ালঘরে আগুন, কৃষক অগ্নিদগ্ধ

১৭

মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে মিষ্টি হাসি

১৮

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

১৯

দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

২০
X