স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের গোলবন্যা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি : সংগৃহীত

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫–০ গোলের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গোলের উৎসবে মেতে ওঠে লাল-সবুজের তরুণেরা। ব্রুনাইয়ের জালে আটবার বল জড়িয়ে ৮–০ ব্যবধানে আরেকটি বড় জয় তুলে নেয় তারা।

যদিও গোলের বন্যা হয়েছে, বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখাতে থাকে। ১৩তম মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে গোলের খাতা খোলেন। দশ মিনিট পর রিফাত দুই রক্ষককে কাটিয়ে ঝাঁকুনি দরানো শটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিদুয়ানের থ্রু পাস থেকে ফয়সাল তৃতীয় গোলটি করেন। মিনিট খানেকের মধ্যে মানিকের দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।

বিরতির পরেও একই ছন্দে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই রিদুয়ানের দারুণ ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের লং রেঞ্জ শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে রিফাত সহজ গোলে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এর দুই মিনিট পর ডি-বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিফ ঠান্ডা মাথার ফিনিশে দলের সপ্তম গোল করেন। ৭৯ মিনিটে বায়েজিদের নিখুঁত শটে বাংলাদেশের গোলসংখ্যা থামে ৮–০তে।

এমন বড় জয়ের পর সন্তুষ্ট দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে—তাই বড় জয় এসেছে। আগামী ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে জায়গা পাবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে চীন ও বাহরাইনকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X