

দুর্দান্ত শুরু একেই বলে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ২০০৬ সালের পর থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই অপেক্ষা ফুরানোর যাত্রাটা দারুণভাবেই শুরু করল যুবারা। এদিন বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন মানিক। এছাড়া একটি করে গোল করেন রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি ও আকাশ মাহদু।
ম্যাচের প্রথম লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশ। ১১ মিনিটে মানিকের দুর্দান্ত ক্রস থেকে দক্ষতার সঙ্গে হেড দিয়ে গোল করেন রিফাত কাজী। ২৮ মিনিটে ফয়সালের ফ্রি-কিক থেকে মানিক ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের বিরতির আগে আরও একটি গোল পায় বাংলাদেশ। পূর্ব তিমুরের বক্সে জটলার মধ্যে মানিক জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৪৯ মিনিটে আজাদের দারুণ পাস থেকে বায়েজিদ বোস্তামি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। শেষদিকে আকাশ দূর পাাল্লার শটে অসাধারণ এক গোল করবে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পূর্ব তিমুর ছাড়াও বাংলাদেশের গ্রুপে অন্য চার দল চীন, বাহরাইন, ব্রুনেই ও শ্রীলঙ্কা। আগামী সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনেই। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ।
মন্তব্য করুন