পাঁচ মিনিটেই রিয়াল মাদ্রিদের জালে গোল দিয়ে বসে রিয়াল সোসিয়াদ। প্রথমার্ধ শেষেও ১-০ তে পিছিয়ে থাকায় উকি দিয়েছিল মৌসুমে প্রথম পরাজয়ের। তবে ভালভার্দে ও জোসেলুর গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্প্যানিশ লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হোম ভেন্যু এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়াদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা পাঁচ ম্যাচেই জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ঘরের মাঠে ম্যাচের মাত্র ৫ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ডি-বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদ উইঙ্গার আন্দ্রে বারেনেটেক্সা। দুইবার গোলপোস্টে শট নেন এই স্প্যানিশ ফুটবলার। তবে পরপর দুবার ফেরালেও গোল রক্ষা করতে পারেননি রিয়াল গোলকিপার কেপা আরিজাবালাগা। একটু পর আবারও গোল হজম করে বসে লস ব্লাঙ্কোসরা। তবে এ যাত্রায় অফসাইডের কল্যাণে বেঁচে যায় স্বাগতিকরা। বারবার আক্রমণ চালালেও ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনে মাদ্রিদ। ৪৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চিরাচরিত বুলেট গতির শটে বল জালে জড়ান রিয়াল মিডফিল্ডার ফ্রেডরিকো ভালভের্দে। ৬০ মিনিটের মাথায় আবারও গোলের দেখা পায় মাদ্রিদ। স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু হেডের সাহায্যে গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় মাদ্রিদকে। এই গোলেও অ্যাসিস্ট করেন ফ্রান গার্সিয়া। বাকি সময়ে কোনা দল আর গোল করতে পারেনি। ফলে ৫ ম্যাচের পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।
মন্তব্য করুন