স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’ প্রদান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই পুরস্কারকে গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক বলে সরাসরি সমালোচনা করেছে নরওয়ে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় দলের কোচ—উভয়েই অনুষ্ঠান ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠান চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার প্রদান করেন। কিন্তু সেই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে নরওয়েতে, এই সিদ্ধান্ত নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিসে ক্লাভেনেস নরওয়ের গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমি একে পুরোপুরি সিরিয়াসভাবে নিতে পারছি না। আমাদের সতর্ক থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ফিফা ফুটবল নিয়েই কাজ করে, অন্য কোনো বিষয়ের দিকে না ঝুঁকে পড়ে।”

পুরস্কারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্লাভেনেস বলেন, “যখন কোনো পুরস্কারের নির্দিষ্ট মানদণ্ড থাকে না, জুরি থাকে না, এমনকি প্রশাসনিক কাজের সঙ্গেও এর কোনো যোগসূত্র থাকে না—তখন সেটি প্রতিষ্ঠানের রাজনীতিকরণ ঘটানোর ঝুঁকি তৈরি করে। পুরো বিষয়টিই ছিল অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ এবং অস্বস্তিকর।”

শুধু ফেডারেশন প্রধানই নয়, নরওয়ের জাতীয় দলের কোচ স্টালে সলবাকেনও এ বিষয়ে সরব হন। নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সংক্ষেপে বলেন, “পুরো ঘটনাটাই ছিল অদ্ভুত এক প্রদর্শনী। সত্যি বলতে গেলে, বিষয়টা বেশ অস্বস্তিকর লেগেছে।”

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পুরস্কার প্রদানকালে তিনি বলেন, “এটি আপনার পুরস্কার এবং আপনার সঙ্গে বহন করার মতো একটি মেডেল। এটি সারা বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে দেওয়া হয়েছে।”

তবে ইনফান্তিনোর এই বক্তব্য সমালোচকদের মন ভেজাতে পারেনি। নরওয়ের অবস্থান স্পষ্ট—তাদের মতে, ফুটবল সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্ত খেলাটিকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ঠেলে দিতে পারে।

বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন বিতর্ক ফিফার জন্য অস্বস্তিকর বলেই মনে করছেন বিশ্লেষকরা। শান্তি পুরস্কার আদৌ ফিফার কর্মপরিধির মধ্যে পড়ে কি না—এই প্রশ্নও নতুন করে উঠে এসেছে আন্তর্জাতিক ফুটবল মহলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X