

ইরানের দিকে আরও একটি মার্কিন সামরিক নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইওয়ায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করুন’।
বুধবার (২৮ জানুয়ারি) জেরুজালেম পোস্টের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, জুন মাসে ‘অপারেশন মিডনাইট হ্যামারের’ মাধ্যমে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। মানুষ ২২ বছর ধরে এর অপেক্ষায় ছিল। তারা মাত্র এক মাস দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির।
তিনি বলেন, এখন ইরানের দিকে আরেকটি সুন্দর নৌবহর ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা এবার চুক্তি করবে।
এর আগে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কড়া নজর রাখছে এবং একটি বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবলের দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত ও নমনীয় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা।
এর আগে রোববার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সোমবার দ্য জেরুজালেম পোস্ট-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সূত্র নিশ্চিত করে যে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী বহরটি ভারত মহাসাগরে সেন্টকমের আওতাধীন জলসীমায় পৌঁছেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বহরের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান।
মন্তব্য করুন