

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র সম্পন্ন হওয়ার পর গ্রুপপর্বে নিজেদের পথ পরিষ্কারভাবে জেনে গেল আর্জেন্টিনা জাতীয় দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’-তে মুখোমুখি হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের।
ড্র-পরবর্তী ঘোষিত সূচি অনুযায়ী, তিন ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দুটি ভেন্যুতে—কানসাস সিটি ও ডালাসে। কোচ লিওনেল স্কালোনির দল কখন, কোথায় এবং কোন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে, তা এখন পুরোপুরি নিশ্চিত।
গ্রুপপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৭ জুন, বাংলাদেশ সময় ভোর ৭টা। ভেন্যু কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম।
দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপীয় দল অস্ট্রিয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার, ২৩ জুন, বাংলাদেশ সময় রাত ১১টা, ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে।
গ্রুপপর্বের শেষ ম্যাচেও একই ভেন্যুতে মাঠে নামবে আলবিসেলেস্তারা। শনিবার, ২৮ জুন, বাংলাদেশ সময় সকাল ৮টা—প্রতিপক্ষ জর্ডান।
সূচি অনুযায়ী, আর্জেন্টিনাকে গ্রুপপর্বে সান ফ্রান্সিসকোতে খেলতে হবে না, যদিও শুরুতে গ্রুপ ‘জে’-র একটি ম্যাচ সেখানে হওয়ার কথা ছিল। কানসাস সিটি ও ডালাসের মধ্যকার দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার, বিমানযাত্রায় সময় লাগবে আনুমানিক দেড় ঘণ্টা।
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে এখন স্পষ্ট রূপরেখা। গ্রুপের শক্তিমত্তা ও সূচি বিবেচনায় স্কালোনির দলের জন্য চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি ছন্দ ধরে রাখার সুযোগও রয়েছে।
একনজরে আর্জেন্টিনার ম্যাচসূচি
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ১৭ জুন, ভোর ৭টা
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ২৩ জুন, রাত ১১টা
আর্জেন্টিনা বনাম জর্ডান ২৮ জুন, সকাল ৮টা
মন্তব্য করুন