স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এএফসি চ্যাম্পিয়নস লিগে নেইমারের বিবর্ণ অভিষেক

নেইমারের অভিষেক রাত বিবর্ণই কেটেছে। ছবি: সংগৃহীত
নেইমারের অভিষেক রাত বিবর্ণই কেটেছে। ছবি: সংগৃহীত

আজ রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তবে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ। আসরের প্রথম দিনেই মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দল আল-হিলাল। তবে অভিষেকের রাতটা বিবর্ণই কেটেছে ব্রাজিলের এই তারকার।

দল জয় না পাওয়ায় অভিষেক পর্বটা ভালো গেল না ব্রাজিল তারকার। সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ম্যাচটিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। তাতে দলও হয়েছে জয়বঞ্চিত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে আল-হিলাল ও উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়ে ক্লাবটির জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তার অ্যাসিস্টে আল-হিলাল জয় পায় ৬-১ গোলে।

তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার ঝলক ছিল অনুপস্থিত। গ্রুপ ‘ডি’ থেকে প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল আল-হিলাল। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও এই ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। তাতে প্রথম থেকেই উজবেকিস্তানের ক্লাবটির বিপক্ষে আক্রমণ চালায় আল-হিলাল। প্রথম ২০ মিনিটে তিনটি সফল আক্রমণ হলেও ফিনিশিংয়ের অভাবে গোল থেকে বঞ্চিত হয় নেইমারের ক্লাব। এভাবেই চলতে থাকে প্রথমার্ধের খেলা। বারবার ব্যর্থ হয়ে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। তারা আল-হিলালকে ব্যস্ত রাখে শাণিত আক্রমণ দিয়ে। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ।

গোল হজমের তিন মিনিট পরেই দুর্দান্ত গোলের সুযোগ পায় আল-হিলাল। তবে এবারও ব্যর্থ দলটি। নেইমারের ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলে না পেলেও হলুদ কার্ড পেয়েছেন নেইমার।

৮০ মিনিট পর্যন্ত আরও প্রায় চারটি সফল আক্রমণের সুযোগ পায় আল-হিলাল। তার মধ্যে অধিকাংশ আক্রমণ ছিল নেইমারের কল্যাণে। কিন্তু প্রতিবারই ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। ৮৮ মিনিটে নেইমার নিজেও ব্যর্থ হন গোল করতে। তবে ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে রক্ষা পায় হিলাল। দলটির স্ট্রাইকার মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে সমতায় ফেরার গোল করেন ডিফেন্ডার আলী আল-বুলাইহি। তাতে মান বাঁচে আল-হিলালের এবং বড় তারকা নেইমারেরও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় জনপ্রিয় গায়কের কারাদণ্ড

বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা, অতঃপর...

নালায় পড়ে শিশুর মৃত্যু, পরিবারকে দুষল তদন্ত কমিটি

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পাকিস্তানে অপহরণের পর ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা শামীমা 

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

মাহাথিরের শততম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

কেইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

১০

পরমাণু আলোচনায় ফিরতে যে সব শর্ত দিল ইরান

১১

মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের কারাদণ্ড

১২

১৬ জুলাই সরকারি ছুটি থাকবে কি?

১৩

আরও ১০ দিন ভারি বর্ষণের পূর্বাভাস 

১৪

‘তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ রেজওয়ান’ লিখে বেরোবি ছাত্রীর আত্মহত্যা

১৫

আ.লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

১৬

অধ্যাপক আবুল বারকাত কারাগারে

১৭

শতভাগ পাসের সাফল্যে দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা

১৮

এরদোয়ানের বিরাট সাফল্য, কুর্দিস্থানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা

১৯

একে স্কুল অ্যান্ড কলেজে ৯৪ শতাংশ পাস

২০
X