মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এএফসি চ্যাম্পিয়নস লিগে নেইমারের বিবর্ণ অভিষেক

নেইমারের অভিষেক রাত বিবর্ণই কেটেছে। ছবি: সংগৃহীত
নেইমারের অভিষেক রাত বিবর্ণই কেটেছে। ছবি: সংগৃহীত

আজ রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তবে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ। আসরের প্রথম দিনেই মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দল আল-হিলাল। তবে অভিষেকের রাতটা বিবর্ণই কেটেছে ব্রাজিলের এই তারকার।

দল জয় না পাওয়ায় অভিষেক পর্বটা ভালো গেল না ব্রাজিল তারকার। সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ম্যাচটিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। তাতে দলও হয়েছে জয়বঞ্চিত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে আল-হিলাল ও উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়ে ক্লাবটির জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তার অ্যাসিস্টে আল-হিলাল জয় পায় ৬-১ গোলে।

তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার ঝলক ছিল অনুপস্থিত। গ্রুপ ‘ডি’ থেকে প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল আল-হিলাল। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও এই ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। তাতে প্রথম থেকেই উজবেকিস্তানের ক্লাবটির বিপক্ষে আক্রমণ চালায় আল-হিলাল। প্রথম ২০ মিনিটে তিনটি সফল আক্রমণ হলেও ফিনিশিংয়ের অভাবে গোল থেকে বঞ্চিত হয় নেইমারের ক্লাব। এভাবেই চলতে থাকে প্রথমার্ধের খেলা। বারবার ব্যর্থ হয়ে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। তারা আল-হিলালকে ব্যস্ত রাখে শাণিত আক্রমণ দিয়ে। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ।

গোল হজমের তিন মিনিট পরেই দুর্দান্ত গোলের সুযোগ পায় আল-হিলাল। তবে এবারও ব্যর্থ দলটি। নেইমারের ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলে না পেলেও হলুদ কার্ড পেয়েছেন নেইমার।

৮০ মিনিট পর্যন্ত আরও প্রায় চারটি সফল আক্রমণের সুযোগ পায় আল-হিলাল। তার মধ্যে অধিকাংশ আক্রমণ ছিল নেইমারের কল্যাণে। কিন্তু প্রতিবারই ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। ৮৮ মিনিটে নেইমার নিজেও ব্যর্থ হন গোল করতে। তবে ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে রক্ষা পায় হিলাল। দলটির স্ট্রাইকার মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে সমতায় ফেরার গোল করেন ডিফেন্ডার আলী আল-বুলাইহি। তাতে মান বাঁচে আল-হিলালের এবং বড় তারকা নেইমারেরও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১০

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১২

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৩

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৪

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৫

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৭

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৮

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৯

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

২০
X