পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছিলেন নেইমার জুনিয়র। মরুর দেশে যোগ দিলেও চোটের কারণে অভিষেক হতে দেরি হয় ব্রাজিলিয়ান তারকার। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে নেইমার ভক্তদের। আল হিলালের হয়ে মাঠে অভিষেক ঘটেছে এই ফরোয়ার্ডের। তার অভিষেকের দিনে আল রিয়াদকে ৬-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়েছে আল হিলাল।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটে আল হিলালের হয়ে মাঠে নামেন নেইমার। তবে সৌদির ক্লাবের হয়ে স্বপ্নের অভিষেক হয়েছে ব্রাজিল তারকার।
সৌদি প্রো লিগে নেইমারের অভিষেকের রাতে আল রিয়াদের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে আল হিলাল। তবে অভিষেক ম্যাচে গোল না পেলেও সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি গোল। পুরো প্রথমার্ধ শেষ হলেও নেইমারকে মাঠে নামfননি আল হিলাল কোচ জর্জ জেসুস। তবে ম্যাচের ৬৪ মিনিটে ঘরের মাঠে প্রথমবারের মতো নামেন নেইমার।
নেইমারের অভিষেকের আগেই ২-০ গোলে এগিয়ে ছিল আল হিলাল। আগের ম্যাচের হ্যাটট্রিক করা মিত্রভিচের সঙ্গে শাহরানি গোল করেন। তবে নেইমার নামার পর আক্রমণের গতি আরও বেড়ে যায়। মাত্র চার মিনিটের মাথায় ৬৮ মিনিটে দুর্দান্ত এক ‘ফ্লিক’ থেকে সৌদির নাসের আল দাওয়াসারিকে বল দেন নেইমার। কোনো ভুল না করে বল জালে জড়ান সৌদি তারকা।
ম্যাচের ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকমের গোলে ৪-০ তে লিড নেয় হিলাল। তবে শেষ দিকে পেনাল্টি পায় আল হিলাল। দারুণ সুযোগ ছিল অভিষেকেই গোল করার। কিন্তু সৌদির সালেম আল দাওয়াসেরিকে পেনাল্টি ছেঁড়ে দেন নেইমার। পেনাল্টি ও অতিরিক্ত সময়ের ৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ৬ষ্ঠ গোলটি করেন সালেম।
মন্তব্য করুন