ইউরোপ ছেড়ে আগের মৌসুমেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমে দলে দলে ইউরোপিয়ান তারকারা যোগ দিয়েছেন সিআরসেভেনের সাথে যার মধ্যে রয়েছে সাদিও মানেও। আল নাসরের একসাথে খেলা এই দুজন ইউরোপ মাতানো খেলোয়াড়কে এবার দেখা গেল আল নাসরের অন্য খেলোয়াড়দের সাথে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে প্রথাগত পোশাকে।
সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আল-নাসরের খেলোয়াড়দের আরবের ঐতিহ্যবাহী নাচ, তলোয়ার এবং পোশাকে হাসিমুখে উদযাপন করতে দেখা যায়।
আল নাসরের ভক্তরা তাদের তারকাদের জাতীয় উৎসবে অংশ নিতে দেখে সামাজিক মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করে। তেলসমৃদ্ধ দেশটি প্রতি বছর ২৩ সেপ্টেম্বর নিজেদের জাতীয় দিবস পালন করে।
All together
For one flag
" We Dream, and Achieve " pic.twitter.com/r6ra5azFqA
— AlNassr FC (@AlNassrFC_EN) September 21, 2023
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত ভিডিওটি শুরু হয় কিশোরদের একটি দল তুওয়াইকে ক্লাবের সদর দপ্তরে প্রবেশের মাধ্যমে এবং দেখা যায় দলের খেলোয়াড়রা জাতীয় দিবসের উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে।
আড়াই মিনিটের ক্লিপটিতে, উইঙ্গার আব্দুল রহমান গারিব এবং গোলকিপার নাওয়াফ আলাকিদিকে উদযাপনের জন্য ড্রাম প্রস্তুত করতে দেখা যায়। আরেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ এই মৌসুমে দলে আসা ওটাভিওর সাথে আরবের ঐতিহ্যবাহী কফি ভাগ করে খাচ্ছেন।
স্বর্ণকেশী ব্রাজিলিয়ান আক্রমণাত্মক মিডফিল্ডার তালিসকাকে এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান কোচ লুইস কাস্ত্রোর নতুন সাদা থোবের জন্য পরিমাপ নিতে। আর সেনেগালিজ মার্কসম্যান সাদিও মানে তার কাঁধে একটি তলোয়ার রেখে পোজ দেন তখন তার পাশে ড্রামবিট বাজছে।
কিন্তু সবকিছু ছাপিয়ে ভিডিওটির মূল আকর্ষণ হিসেবে আবির্ভূত হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সতীর্থ আব্দুল্লাহ আলখাইবারি, ব্রোজোভিচ এবং সুলতান আল-ঘানামের সাথে আর্দাহ (সৌদি আরবের ঐতিহ্যবাহী নাচ) করা রোনালদোর দিকেই চোখ যাবে সবার।
মন্তব্য করুন