রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার সার্জিও রামোস পিএসজি ছেড়ে স্প্যানিশ লা লিগায় নাম লিখিয়েছেন। তবে এবার নাম লিখিয়েছেন শৈশবের ক্লাব সেভিয়াতে। লা লিগার ম্যাচে তার আত্মঘাতী গোলে জিরোনাকে টপকে আবারও শীর্ষে ফিরেছে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এফসি বার্সেলোনার বিপক্ষে এক আত্মঘাতী গোল করে নিজের শৈশবের ক্লাবকে ডুবান রামোস। তার আত্মঘাতী গোলেই ১-০ গোলে সেভিয়াকে হারিয়েছে কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে দাপট দেখালেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। তাদের একের পর এক চেষ্টা ব্যর্থ করে দেয় রামোস-পেডরোসারা। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটের মাথায় গোলের দেখা পায় স্বাগতিকরা। তবে কোনো বার্সা ফুটবলার গোল করতে পারেননি। গোলটি করেছেন সেভিয়ার ডিফেন্ডার রামোস। সাবেক রিয়াল তারকার গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।
২০২১ সালে রিয়াল থেকে পিএসজিতে নাম লেখান রামোস। টানা দুই মৌসুম প্যারিসের ক্লাবটিতে কাটিয়ে স্পেনের সেভিয়াতে ফিরে আসেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতকালের ম্যাচটি রামোসের রেকর্ড ৩৪তম লা লিগা ম্যাচ ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের বিপক্ষে ম্যাচটা স্মরণীয় করে রাখতে গোল করতে চেয়েছিলেন সাবেক স্পেন অধিনায়ক। তবে গোল করলেও সেটা নিজের গোলপোস্টে করেন রামোস।
সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনা রয়েছে দুই নম্বরে। দলটির পয়েন্ট ১৯। ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তিনে।
মন্তব্য করুন