স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এএফসি চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে হতাশ নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে ছন্দহীন সময় কাটছে নেইমারের সঙ্গে রয়েছে অযাযিত কিছু বিতর্ক। সামনেই এএফসি চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ দিয়েই চেনা রূপে ফিরতে চান নেইমার। তবে মাঠ দেখেই হতাশা প্রকাশ করেছেন আল হিলাল তারকা।

এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে ইরানে যাবে আল হিলাল। কিন্তু যে মাঠে খেলতে হবে, সেটি একেবারেই পছন্দ হয়নি তার। মাঠের একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে হতাশা প্রকাশ করেছেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচটি হবে স্থানীয় মাঠগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো আজাদি স্টেডিয়ামে। আগামীকাল মঙ্গলবার রাতে নেইমারদের আতিথ্য দেবে নাসাজি। তবে নেইমারকে ম্যাচের চেয়ে বেশি ভাবিয়ে তুলেছে মাঠের অবস্থা। মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।

সেই ভিডিওতে দেখা যায়, মাঠজুড়ে পাথর। তার ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। যা বিপর্যয়কর!’

মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। নেইমারের এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। আজ সোমবার দুপুর পর্যন্ত নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ হাজারের বেশি অনুসারী। আর তার এই মন্তব্যের জবাব দিয়েছেন ২ হাজার ৫০০ জন। কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ইরানি এক ফুটবল ভক্ত লিখেছেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’

কেউ কেউ আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ংকর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। সেই ম্যাচে সুযোগ হেলায় হারানোর পাশাপাশি প্রতিপক্ষকের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X