স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এএফসি চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে হতাশ নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে ছন্দহীন সময় কাটছে নেইমারের সঙ্গে রয়েছে অযাযিত কিছু বিতর্ক। সামনেই এএফসি চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ দিয়েই চেনা রূপে ফিরতে চান নেইমার। তবে মাঠ দেখেই হতাশা প্রকাশ করেছেন আল হিলাল তারকা।

এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে ইরানে যাবে আল হিলাল। কিন্তু যে মাঠে খেলতে হবে, সেটি একেবারেই পছন্দ হয়নি তার। মাঠের একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে হতাশা প্রকাশ করেছেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচটি হবে স্থানীয় মাঠগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো আজাদি স্টেডিয়ামে। আগামীকাল মঙ্গলবার রাতে নেইমারদের আতিথ্য দেবে নাসাজি। তবে নেইমারকে ম্যাচের চেয়ে বেশি ভাবিয়ে তুলেছে মাঠের অবস্থা। মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।

সেই ভিডিওতে দেখা যায়, মাঠজুড়ে পাথর। তার ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। যা বিপর্যয়কর!’

মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। নেইমারের এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। আজ সোমবার দুপুর পর্যন্ত নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ হাজারের বেশি অনুসারী। আর তার এই মন্তব্যের জবাব দিয়েছেন ২ হাজার ৫০০ জন। কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ইরানি এক ফুটবল ভক্ত লিখেছেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’

কেউ কেউ আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ংকর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। সেই ম্যাচে সুযোগ হেলায় হারানোর পাশাপাশি প্রতিপক্ষকের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় ভেনেজুয়েলার পক্ষ নিল কারা?

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান, অতঃপর...

পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে যে শাস্তি দেবে ইসি

দিনাজপুর-৩ / খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর

রাজশাহীতে জমা দেওয়া ৩৮ প্রার্থীর অর্ধেকেরই মনোনয়ন বাতিল

বিশ্লেষণ / যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় হামলা করল : তেল, ক্ষমতা ও ‘নতুন মনরো নীতি’র সমীকরণ

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

১০

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

১১

শীত এলেই ত্বকের সমস্যা? এই উপাদানগুলো বাদ দিন এখনই

১২

ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ

১৩

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

১৪

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

১৫

যেসব লক্ষণে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

১৭

তারা আমাদের দমাতে পারবে না : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

১৮

কে এই নিকোলাস মাদুরো?

১৯

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পরিকল্পনা জানালেন সিনেটর

২০
X