স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এএফসি চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে হতাশ নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে ছন্দহীন সময় কাটছে নেইমারের সঙ্গে রয়েছে অযাযিত কিছু বিতর্ক। সামনেই এএফসি চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ দিয়েই চেনা রূপে ফিরতে চান নেইমার। তবে মাঠ দেখেই হতাশা প্রকাশ করেছেন আল হিলাল তারকা।

এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে ইরানে যাবে আল হিলাল। কিন্তু যে মাঠে খেলতে হবে, সেটি একেবারেই পছন্দ হয়নি তার। মাঠের একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে হতাশা প্রকাশ করেছেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচটি হবে স্থানীয় মাঠগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো আজাদি স্টেডিয়ামে। আগামীকাল মঙ্গলবার রাতে নেইমারদের আতিথ্য দেবে নাসাজি। তবে নেইমারকে ম্যাচের চেয়ে বেশি ভাবিয়ে তুলেছে মাঠের অবস্থা। মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।

সেই ভিডিওতে দেখা যায়, মাঠজুড়ে পাথর। তার ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। যা বিপর্যয়কর!’

মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। নেইমারের এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। আজ সোমবার দুপুর পর্যন্ত নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ হাজারের বেশি অনুসারী। আর তার এই মন্তব্যের জবাব দিয়েছেন ২ হাজার ৫০০ জন। কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ইরানি এক ফুটবল ভক্ত লিখেছেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’

কেউ কেউ আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ংকর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। সেই ম্যাচে সুযোগ হেলায় হারানোর পাশাপাশি প্রতিপক্ষকের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

ভেনেজুয়েলায় আরও হামলার হুমকি দিলেন ট্রাম্প

সাবেক পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের বিজ্ঞপ্তিতে যা বলা আছে

বিয়ের আগেই রোম ঘুরে এলেন বিজয়-রাশমিকা

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল, স্কুল ফটকে বিক্ষোভ-আগুন

ধামরাইয়ে হঠাৎ উধাও এলপিজি

গাছ কি ঘরের বাতাস শুদ্ধ করতে পারে

১০

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

১১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

১২

বিশ্লেষণ / ভেনেজুয়েলা এখন কার হাতে, কীভাবে চলছে

১৩

মহেশপুর সীমান্তে এক দশকে ৩৬ বাংলাদেশি নিহত  

১৪

স্কুল থেকে শিক্ষিকার ছেলে নিখোঁজ

১৫

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

১৬

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

১৭

ঢাবি শিবিরের নতুন কমিটি

১৮

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

২০
X