স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জোড়া গোলে ইউরোর মূল পর্বের টিকিট কাটলো ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

মেসি-রোনালদো পরবর্তী যুগে ফুটবল বিশ্ব শাসন করবে যে কয়জন ফুটবলার তাদের মধ্যে অন্যতম ধরা হয় কিলিয়ান এমবাপ্পেকে। ক্লাবের হয়ে গোলখরায় থাকা কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই জ্বলে উঠলেন। দুই অর্ধে একবার করে বল পাঠালেন জালে। অধিনায়কের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবারও হারিয়ে জার্মানিতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাকা করল ফ্রান্স।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও নেদারল্যান্ডস। ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছে ফরাসিরা। দলের পক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ডাচদের পক্ষে একমাত্র গোলটি করেন কুইলিন্ডস্কি হার্টম্যান। এবারের ইউরো বাছাইয়ে ছয় ম্যাচ খেলে ছয়টিই জিতেছে দিদিয়ে দেশমের দল। আর পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয়বার হারের তেতো স্বাদ পেল ডাচরা। ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফরাসিরা।

এমবাপ্পের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দলের মধ্যে কিছুটা শঙ্কার জায়গা ছিল। পিএসজির হয়ে সবশেষ চার ম্যাচে জালের দেখা পাননি তিনি। তবে দেশের হয়ে মাঠে নেমেই সেসব তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ম্যাচের শুরুতেই দলকে এনে দিলেন লিড। সপ্তম মিনিটে গ্রিজমানের থ্রু পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ ক্রস বাড়ান জোনাঁত ক্লস। আর ছয় গজ বক্সের মুখে থেকে নিখুঁত ভলিতে জালে বল পাঠান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স। যুভেন্টাস মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওতের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান ফরাসি তারকা।

ডাচদের বিপক্ষে প্রথম লেগের লড়াইয়েও জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটির সৌজন্যে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিশেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে এককভাবে চতুর্থ স্থানে বসলেন এমবাপ্পে, তার গোল হলো ৪২টি। ২৪ বছর বয়সী তারকার ওপরে আছেন গ্রিজমান (৪৪), থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ে জিরু (৫৪)।

আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ দিকে লড়াই আরও জমে ওঠে। ৮৩তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান কমান হার্টমান। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে সতীর্থকে ছোট পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি পাস ধরে আরও সামনে এগিয়ে দুরূহ কোণ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন অভিষিক্ত হার্টমান। এবারের বাছাইয়ে এই প্রথম গোল হজম করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১০

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১১

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১২

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৩

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৪

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৫

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৬

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৭

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৮

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৯

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

২০
X