এমবাপ্পে আর গোলখরা! কথাটা হয়তো ফুটবল ভক্তদের অবাকই লাগবে কারণ মাত্র কয়েকদিন আগেই তো ফ্রান্সের হয়ে গোল করে ম্যাচ জেতালেন তাহলে গোলখরা এলো কীভাবে? এখানে তার দেশের হয়ে বলা হচ্ছে না, বলা হচ্ছে তার ক্লাবের হয়ে পারফরম্যান্সের কথা।
পিএসজির হয়ে গোল করা যেন বলতে গেলে ভুলতেই বসেছিলেন এমবাপ্পে। গত মৌসুমে লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এই তারকা ফরোয়ার্ডে ক্লাবের হয়ে টানা চার ম্যাচ ছিলেন গোলশূন্য। তবে আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই নিজেকে খুঁজে পেয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার নৈপুণ্যে স্ত্রাসবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।
পার্ক দি প্রিন্সেসে শনিবার (২১ অক্টোবর) লিগ ওয়ানের খেলায় স্ত্রসবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখেছেন এমবাপ্পে। বাকি গোল দুটি করেন কার্লোস সোলার ও ফাবিয়ান রুইজ।
টানা চার ম্যাচে গোলশূন্য থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েই ছন্দ খুঁজে পান এমবাপ্পে। ফ্রান্সের জার্সিতে ইউরোর বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচেও স্কটল্যান্ডের বিপক্ষে গোল করেন এমবাপ্পে।
বিরতি থেকে ফিরে ক্লাবের হয়েও ফর্ম ধরে রেখেছেন তিনি। স্ত্রসবুর্গের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রতিপক্ষের বক্সে গনসালো রামোসকে ফলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস সোলার। আর দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ফাবিয়ান রুইজ। এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল পিএসজি।
এই জয়ে ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিঁসে।
মন্তব্য করুন