দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মানুষ চিনেই ড্রাগ সম্রাট পাবলো এসকোবারের দেশ হিসেবে। এক সময় ড্রাগ মাফিয়াদের হাতেই ছিল দেশটির ক্ষমতা। সেই সময় শেষ হলেও এখনো দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। মাদকবাণিজ্য, অপহরণের মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেই তালিকা থেকে বাদ যায় না দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। এবার দেশটিতে অপহরণের শিকার হয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার লুইস দিয়াজের বাবা-মা। মাকে পুলিশ উদ্ধার করতে পারলেও এখনো অপহরণকারীদের হাতে জিম্মি রয়েছেন দিয়াজের বাবা।
লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজের বাবা-মাকে শনিবার (২৮ অক্টোবর) কলম্বিয়ার লা গুয়াজিরার বারাঙ্কাস থেকে অপহরণ করা হয়। কলম্বিয়ান সংবাদমাধ্যম সেমানা জানিয়েছে এমন খবর। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দিয়াজের মাকে দেশটির নিরাপত্তা বাহিনী উদ্ধার করতে সমর্থ হলেও তার বাবা এখনো নিখোঁজ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল আরও জানিয়েছে, লিভারপুলের এই তারকার বাবা ও মাকে বহনকারী গাড়িকে বারাঙ্কাস শহরে অপহরণকারীরা পথরোধ করে। এরপর অপহরণকারীদের নেতা দিয়াজের বাবা-মাকে বহনকারী গাড়িটিকে তার নির্দেশমতো চলার হুকুম দেন এবং দ্রুত সরে পড়েন।
কলম্বিয়ান সংবাদমাধ্যম সেমানার ভাষ্যমতে, ন্যাশনাল গাউলা পুলিশের ডিরেক্টর কর্নেল জিওভান্নি ক্রিস্টিয়াঞ্চো তাদের সন্ধানে দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছেন। অন্য একটি পরস্পরবিরোধী প্রতিবেদন অনুযায়ী, দিয়াজের বাবা-মাকে একটি ফুটবল ম্যাচ চলাকালে একটি ভ্যানে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।
এদিকে ব্লু রেডিও কলম্বিয়ার শেয়ার করা একটি ভিডিওতে দিয়াজের পরিবারের প্রতিবেশীদের দেখিয়ে জানিয়েছে, লিভারপুল তারকার মাকে উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তার বাবা এখনো অপহরণকারীদের হাতেই বন্দি আছে।
মন্তব্য করুন