বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহরণের মূলহোতা কুখ্যাত বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে (২৩) অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন ধানখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মাসুমের দেওয়া তথ্যমতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড ফাঁকা গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন ও একটি হাতঘড়িও উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটে ভ্রমণের সময় মাসুম বাহিনীর সদস্যরা দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে জানালে যৌথ অভিযানে গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিন্যান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টার অভিযানের পর জিম্মিদের নিরাপদে উদ্ধার করা হয়।

ওই অভিযানে ডাকাত দলের সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), মো. ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) ও মোছা মৃধাকে (৫৫) সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযানে ৩৮টি আগ্নেয়াস্ত্র, দুটি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, ৪৪৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ৫২ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। এসব অভিযানে ৪৯ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়। এছাড়া ধারাবাহিক অভিযানে আছাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী ও রাঙ্গা বাহিনী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। অস্ত্রসহ একাধিক সহযোগী আটক হওয়ায় ছোট সুমন, ছোটন ও কাজল মুন্না বাহিনীও চাপে রয়েছে। বর্তমানে সক্রিয় করিম শরিফ, জাহাঙ্গীর ও দয়াল বাহিনী দমনে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, বনজ সম্পদ সংরক্ষণ, জেলে ও বনজীবীদের নিরাপদ কর্মপরিবেশ এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

১০

জামায়াত প্রার্থীকে শোকজ

১১

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

১২

অপারেশন থিয়েটারের ভেতর চুলা, রান্না করছেন নার্সরা

১৩

দুটি আসনে নির্বাচন স্থগিত

১৪

৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

১৬

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

১৭

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

১৮

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

১৯

কেরানীগঞ্জে শীতের পিঠামেলা

২০
X