স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পেলে-নেইমারের সাবেক ক্লাবের অবনমন

সান্তোসের দুই কিংবদন্তি নেইমার (বাঁয়ে) ও পেলে। ছবি : সংগৃহীত
সান্তোসের দুই কিংবদন্তি নেইমার (বাঁয়ে) ও পেলে। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব বলা সান্তোস এফসিকে। এই পেশাদার ক্লাবেই নিজেদের বিকশিত করেছিলেন একঝাঁক নন্দিত ফুটবলার। যারা পরবর্তীতে বিশ্বকে মাতিয়েছেন দুই পায়ের জাদুতে। তাদের মধ্যে অন্যতম বিশ্ব মাতানো তারকা পেলে ও নেইমার জুনিয়র। কিন্তু নিজেদের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া লিগ সিরিআ থেকে সিরি-বিতে অবনমন ঘটেছে সান্তোসের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরিআতে মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ফোর্তালেজার বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস। এরই সঙ্গে ৩৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে দেশটির দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ সিরি-বিতে অবনমিত হয় পেলে নেইমারের সাবেক ক্লাব। ব্রাজিলিয়ান লিগের এবারের মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল সান্তোস। ৩৮ লিগ ম্যাচে ১১ জয়, ১০ ড্র ও ১৭ হারে ৪৩ পয়েন্ট পায় ক্লাবটি। লিগ পর্বের শেষ দিনে অন্তত ড্র করতে পারলেই হার সিরিআতে টিকে যেত সান্তোসে। আর কোনোভাবে হারলেও বাহিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো তাদের। ৩৭তম ম্যাচডে শেষে সান্তোসের পয়েন্ট ছিল ৪৩ আর বাহিয়ার ছিল ৪১।

অথচ ৩৮তম লিগ ম্যাচের দিনে ঘটেছে ঠিক বিপরীত। ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস। অন্যদিকে অ্যাথলেটিকো মিনেইরোরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাহিয়া। ফলে বাহিয়ার পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৪ আর সান্তোসের পয়েন্ট থাকে সেই ৪৩। এ হারের সুবাদে ১১১ বছরের ইতিহাসে প্রথমবার রেলিগেশন জোনে স্থান করে নেয় সান্তোস।

ব্রাজিলিয়ান সিরি-আ এর ফরম্যাট অনুযায়ী, নিচের চারটি দল অবনমিত হয়। পয়েন্ট তালিকার ১৭ নম্বর স্থান থেকে ২০ নম্বর দল নেমে যায় সিরি-বিতে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের ইতিহাসে ১০ হাজারতম গোলের রেকর্ড গড়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোস এফসি। তখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পেলে-নেইমারের সাবেক ক্লাবকে বিশ শতকের অন্যতম সেরা ক্লাব হিসেবে আখ্যা দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

১০

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১৩

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১৫

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৮

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৯

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X