স্প্যানিশ লা লিগায় অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। এফসি জিরোনা বিপক্ষে হার ও ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র, মাঝে চ্যাম্পিয়নস লিগে অপরিচিত অ্যান্টওয়ার্পের কাছেও হারের স্বাদ পায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলমেরিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দল।
বুধবার (২০ ডিসেম্বর) এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের হয়ের জোড়া গোল করেছেন অধিনায়ক সার্জিও রবার্তো। বাকি গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
নিজেদের হোম ভেন্যুতে দুর্বল আলমেরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সেলোনাকে। ঘরের মাঠে দুইবার লিড নিয়েও ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৩ মিনিটে সার্জিও রবার্তোর গোলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ জাভি হার্নান্দেজের শিষ্যরা।
আলমেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় ৩৩ মিনিটে এগিয়ে যায় কাতালানরা। রোনাল্ড আরাউহোর হেড বিপদমুক্ত করতে পারেননি আলমেরিয়ার গোলকিপার। সহজেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে সমতায় ফিরতে সময় নেয়নি সফরকারীরা। ৪১ মিনিটের মাথায় স্বাগতিকদের স্তব্ধ করে দেন আলমেরিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিও বাপতিস্তাও।
দ্বিতীয়ার্ধেও আলমেরিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে লেভান্ডোভস্কি-তোরেসরা। ৬০ মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে হেডের সাহায্যে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক রবের্তো। তবে এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৭১ মিনিটের মাথায় ফ্রি-কিক পায় আলমেরিয়া। ডি-বক্সে জটলার মধ্যে লাফিয়ে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সেলোনার গোলকিপার ইনাকি পেনা। আলগা বল জালে পাঠিয়ে ২-২ সমতায় ফেরান আলমেরিয়ার স্প্যানিশ ডিফেন্ডার গনসালেস। ৮৩ মিনিটে লেভান্ডোভস্কির ক্রসে বার্সার জয়সূচক গোলটি করেন রবের্তো।
এই জয়ে ১৮ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জিরোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন