উরুগুয়ের বিখ্যাত ফুটবলার লুইস সুয়ারেজ লিওনেল মেসির দল ইন্টার মায়ামির সাথে চুক্তি করেছেন এ খবরটি ক্রীড়াঙ্গনে পুরোনোই বলা চলে। মায়ামির সাথে সব ধরনের চুক্তি সম্পন্ন করার পর এখন ফুটবলভক্তদের প্রশ্ন একসাথে এই দুই তারকাকে কবে মাঠে দেখা যাবে?
বার্সার হয়ে সব ট্রফি জয় করা এই মেসি-সুয়ারেজ জুটি দেখা যাবে কবে সেটা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই ইন্টার মায়ামির সমর্থকদের। ফুটবলপ্রেমীদের এখন চোখ কবে কোথায় দেখা যাবে মেসি আর সুয়ারেজ বন্ধনের নতুন অধ্যায়। সাধারণত এমএলএসের মৌসুম চলে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত। এক অর্থে মৌসুম শুরুর প্রায় তিন মাস আগেই সুয়ারেজকে দলে নিয়েছে মায়ামি।
সুখবর হচ্ছে ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে সুয়ারেজকে দেখতে বেশি সময় অপেক্ষা করতে হবে না ভক্তদের। নতুন বছরের জানুয়ারি মাসেই মেসির সাথে মাঠে দেখা যাবে সুয়ারেজকে। সৌদি আরবে ২৯ জানুয়ারি নেইমারের ক্লাব আল-হিলালের বিপক্ষে মাঠে নামতে পারেন সাবেক বার্সার দুই তারকা। এক সময় বার্সেলোনার জার্সিতে সবুজ গালিচা মাতাতেন এমএসএন ত্রয়ী। নেইমার ইনজুরিতে না থাকলে হয়তো আল হিলালের হয়ে মাঠে দেখা যেত তাকে। যেটা ফুটবলে নতুন একটা মাত্রা ছাড়িয়ে যেতে পারত।
আল হিলাল অধ্যায় শেষ করে ফেব্রুয়ারির এক তারিখ ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেখানে আরও একবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। এরপর জাপানে স্থানীয় দল ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ সূচি আছে মায়ামির। প্রাক-মৌসুম দলটি শেষ করবে মেসির সাবেক ক্লাব নিউওয়েজ ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নতুন এমএলএস মৌসুমে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ আগামী ২২ ফেব্রুয়ারি। রিয়েল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৪ মৌসুম।
মন্তব্য করুন