কলকাতায় সমর্থকদের অতি উৎসাহে ভাঙল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের গাড়ির কাচ। বাংলাদেশে ১১ ঘণ্টার সফর শেষে কলকাতায় যাওয়ার পর মার্তিনেজের সঙ্গে ঘটল এমন ঘটনা।
কলকাতা বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণে মঙ্গলবার এ ঘটনা ঘটে। সেখানে মার্তিনেজের জন্য আয়োজন করা নিরাপত্তা বেষ্টনী ভেঙে সমর্থকরা তার গাড়ির কাছে পৌঁছে যায়। এরপর ভিড়ের চাপে ভেঙে যায় গাড়ির কাচ। অনুষ্ঠানের পর পুলিশের গাড়িতে ফিরতে হয় মার্তিনেজকে।
এ ছাড়া মার্তিনেজের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চেও ঘটে বিশৃঙ্খলা। মার্তিনেজের আগমনের আগে থেকেই ভিড় জমেছিল মিলনমেলা প্রাঙ্গণে। শুরুর দিকেই মঞ্চে উঠে পড়েন সেখানকার সাবেক ফুটবলাররা। মার্তিনেজের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন তারা। এ ছাড়া সমর্থকদের বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। অনেকে অতিথিদের চেয়ারও তুলে ধরেন। একপর্যায়ে ভেঙে পড়তে থাকে পুলিশি নিরাপত্তা।
এরপরও কোনোমতে চলতে থাকে অনুষ্ঠান। প্রথমে এমিলিয়ানো মার্তিনেজকে সংবর্ধনা দেয় ইস্টবেঙ্গল। তাকে তুলে দেওয়া হয় আজীবন সদস্যপদ, পুষ্পস্তবক, উত্তরীয় এবং শতবর্ষের কয়েন। এ ছাড়া মোহনবাগান তার হাতে তুলে দেয় ক্লাবের ১২৫ বছরের স্মারক।
মন্তব্য করুন