স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড পারিশ্রমিকে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে! 

অবশেষে কি রিয়ালে নাম লেখাচ্ছেন এমবাপ্পে? ছবি : সংগৃহীত
অবশেষে কি রিয়ালে নাম লেখাচ্ছেন এমবাপ্পে? ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান দলবদলের বাজারে এবারের মৌসুমেও সবচেয়ে বড় নাম কিলিয়ান এমবাপ্পে। দলবদল শুরু হতে না হতেই চলছে এমবাপ্পেকে নিয়ে টানাটানি। ২০২২-২৩ মৌসুম শেষে এমবাপ্পে নিজেই এক চিঠিতে পিএসজিকে জানান, চুক্তি নবায়ন করবেন না তিনি। আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সালে মেয়াদ শেষ করে ক্লাব ছাড়ার কথা এই ফরাসি তারকার।

এমবাপ্পের এই চিঠিকে ভালোভাবে নেয়নি পিএসজির কাতারি মালিকরা। তারা স্পষ্ট জানিয়ে দেয়, হয় চুক্তি নবায়ন করতে হবে নয়তো এবারের দলবদলেই খুঁজে নিতে হবে নতুন কোনো গন্তব্য। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কোনো সুযোগ তার জন্য নেই বলেও জানানো হয়। এমবাপ্পে–পিএসজির এই দ্বন্দ্ব দুয়ার খুলে দিয়েছে ইউরোপের অন্য ক্লাবগুলোর জন্য।

তরুণ এই ফুটবলারকে দলে ভেড়াতে বেশ আগ থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও মাদ্রিদের সাদা জার্সিতে খেলার আশা প্রকাশ করেছেন বহুবার। তবে, এবার সম্ভবত সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে দুই পক্ষ।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসআরের দাবি, এমবাপ্পেকে দলে টানার দৌড়ে অনেকদূর এগিয়ে গেছে রিয়াল। এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলিতে ঐকমত্যেও পৌঁছেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য চুক্তিপত্র প্রস্তুত করার কাজ শুরু করেছে রিয়াল। যেটি হবে এমবাপ্পের জন্য লস ব্লাঙ্কোসদের শেষ প্রচেষ্টা। এমবাপ্পের জন্য প্রস্তাবিত চুক্তিতে রিয়াল যুক্ত করতে যাচ্ছে ১০০ কোটি ইউরোর রিলিজ ক্লজও। এ ছাড়া এমবাপ্পেকে চোখধাঁধানো বেতনও প্রস্তাব করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সফলতম ক্লাবটি। যেখানে প্রতি মৌসুমে এমবাপ্পেকে বেতন হিসেবে রিয়াল দেবে ৫ কোটি ইউরো। এই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখলে এমবাপ্পে হবেন রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।

রিয়াল চুক্তির নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করলেও অনেক কিছুই নির্ভর করছে এমবাপ্পের সিদ্ধান্তের ওপর। একাধিকবার তিনি আরেক মৌসুম পিএসজিতে থাকতে চাওয়ার কথা বলেছেন। তবে পিএসজি নিজেদের অবস্থানে অনড়। থাকতে হলে চুক্তি নবায়ন করতেই হবে। এমনকি সিদ্ধান্ত জানানোর জন্য দুই সপ্তাহের সময়ও বেঁধে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

কয়েক দিন আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমরা চাই এমবাপ্পে পিএসজিতেই থাকুক। সে যদি চুক্তির মেয়াদ বাড়াতে না চায়, তাহলে দরজা খোলা আছে। সে চলে যেতে পারে।’

কেন এমবাপ্পেকে চুক্তি নবায়ন ছাড়া রাখতে চান না, তা জানাতে গিয়ে খেলাইফি আরও বলেছিলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারকে আমরা কোনোভাবেই বিনা পয়সায় ছাড়তে পারি না। এটা কোনোভাবেই সম্ভব নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১০

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১১

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১২

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১৩

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১৪

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৫

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

১৬

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

১৮

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

১৯

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

২০
X