স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গোলের রেকর্ডে মেসি-রোনালদোর চেয়েও সেরা যে ফুটবলার

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, সময়ের সেরা দুই ফুটবলার। বিশ্বের অগণিত ফুটবল ভক্তের কাছে আবেগ এই দুই মহাতারকা। একুশ শতকের ফুটবল সৌন্দর্যের নাম তো এই মেসি আর রোনালেদোই।

নিজেদের লম্বা ফুটবল ক্যারিয়ারে দুজনই একের পর এক রেকর্ড করে গেছেন। আজ একজন একটা রেকর্ড গড়লেন তো কালকে আরেকজন। এভাবেই রেকর্ড ভাঙাগড়ার লড়াইয়ে ব্যক্তি জীবন ছাপিয়ে ফুটবলে অমরত্ব অর্জন করেছেন তারা।

ফুটবলের রাজ্য ইউরোপ ছেড়ে দুজনই এখন ভিন্ন দুই দেশে নিজেদের ফুটবল ক্যারিয়ার নিয়ে গেছেন। তবে কথার এবং মাঠের লড়াইয়ে এখনো তারা দুজন প্রতিনিয়ত একে অপরকে টেক্কা দিয়ে চলছেন। প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ডও গড়ছেন তারা।

এত এত গোল, এত রেকর্ড তাদের যার হিসাব হয়তো অনেকের কাছেই অজানা। শুধু জানা তারা দুজনই ফুটবলের মহাতারকা। গোল করার কারিগড়, রেকর্ড নিজের নামে লেখানোর মাস্টার-মাইন্ড।

তবে গেল দশ বছরে গোলের দিক থেকে মেসি-রোনালদোকে ছাপিয়ে গেছেন অন্য এক ফুটবলার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি-রোনালদোকে ছাঁপিয়ে গেছেন। অবাক করা তথ্য হলেও এটাই সত্য। শেষ দশ বছরে এই রেকর্ডের মালিক বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, গত এক দশকে লেভান্ডফস্কি ৪৭৮ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৪০৭টি গোল করেছেন।

বার্সেলোনার ৩৫ বছর বয়সী স্ট্রাইকার এ সময়ে দুটি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়েও খেলেছেন। এর মধ্যে ২০২০–২১ মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোল করেন, যা জার্মান লিগে এক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড।

ওই মৌসুমেই বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপাও জেতেন লেভা, হয়ে ওঠেন ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদারও। তবে লেভার ভাগ্যটা ঠিক সেভাবে তার সহায়ে ছিল না। করোনা মহামারির জন্য সেবার এই পুরস্কারটি দেওয়াই হয়নি।

তবে এই রেকর্ডে রোনালদোর থেকে এগিয়ে আছেন মেসি। গত দশ বছরে ইউরোপে মেসির গোল সংখ্যা ৩৭৭। আর রোনালদো ইউরোপ অধ্যায় শেষ করেছেন ৩৫০ গোলে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা মেসি-রোনালদোর এই রেকর্ডটা হয়তো আর অতিক্রম করা হবে না। আমেরিকা আর সৌদির পাঠ চুকিয়ে হয়তো ইউরোপে আর ফেরা হবে না তাদের। তাই আপাতত এই রেকর্ডটার মালিক থাকছেন লেভান্ডফস্কিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X