স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গোলের রেকর্ডে মেসি-রোনালদোর চেয়েও সেরা যে ফুটবলার

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, সময়ের সেরা দুই ফুটবলার। বিশ্বের অগণিত ফুটবল ভক্তের কাছে আবেগ এই দুই মহাতারকা। একুশ শতকের ফুটবল সৌন্দর্যের নাম তো এই মেসি আর রোনালেদোই।

নিজেদের লম্বা ফুটবল ক্যারিয়ারে দুজনই একের পর এক রেকর্ড করে গেছেন। আজ একজন একটা রেকর্ড গড়লেন তো কালকে আরেকজন। এভাবেই রেকর্ড ভাঙাগড়ার লড়াইয়ে ব্যক্তি জীবন ছাপিয়ে ফুটবলে অমরত্ব অর্জন করেছেন তারা।

ফুটবলের রাজ্য ইউরোপ ছেড়ে দুজনই এখন ভিন্ন দুই দেশে নিজেদের ফুটবল ক্যারিয়ার নিয়ে গেছেন। তবে কথার এবং মাঠের লড়াইয়ে এখনো তারা দুজন প্রতিনিয়ত একে অপরকে টেক্কা দিয়ে চলছেন। প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ডও গড়ছেন তারা।

এত এত গোল, এত রেকর্ড তাদের যার হিসাব হয়তো অনেকের কাছেই অজানা। শুধু জানা তারা দুজনই ফুটবলের মহাতারকা। গোল করার কারিগড়, রেকর্ড নিজের নামে লেখানোর মাস্টার-মাইন্ড।

তবে গেল দশ বছরে গোলের দিক থেকে মেসি-রোনালদোকে ছাপিয়ে গেছেন অন্য এক ফুটবলার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি-রোনালদোকে ছাঁপিয়ে গেছেন। অবাক করা তথ্য হলেও এটাই সত্য। শেষ দশ বছরে এই রেকর্ডের মালিক বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, গত এক দশকে লেভান্ডফস্কি ৪৭৮ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৪০৭টি গোল করেছেন।

বার্সেলোনার ৩৫ বছর বয়সী স্ট্রাইকার এ সময়ে দুটি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়েও খেলেছেন। এর মধ্যে ২০২০–২১ মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোল করেন, যা জার্মান লিগে এক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড।

ওই মৌসুমেই বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপাও জেতেন লেভা, হয়ে ওঠেন ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদারও। তবে লেভার ভাগ্যটা ঠিক সেভাবে তার সহায়ে ছিল না। করোনা মহামারির জন্য সেবার এই পুরস্কারটি দেওয়াই হয়নি।

তবে এই রেকর্ডে রোনালদোর থেকে এগিয়ে আছেন মেসি। গত দশ বছরে ইউরোপে মেসির গোল সংখ্যা ৩৭৭। আর রোনালদো ইউরোপ অধ্যায় শেষ করেছেন ৩৫০ গোলে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা মেসি-রোনালদোর এই রেকর্ডটা হয়তো আর অতিক্রম করা হবে না। আমেরিকা আর সৌদির পাঠ চুকিয়ে হয়তো ইউরোপে আর ফেরা হবে না তাদের। তাই আপাতত এই রেকর্ডটার মালিক থাকছেন লেভান্ডফস্কিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

১০

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

১১

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

১২

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

১৩

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

১৪

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

১৫

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

১৬

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

১৮

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

১৯

ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

২০
X