নিউজিল্যান্ডের অকল্যান্ডে নবম ফিফা নারী বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নারী বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত ঘটেছে। বন্দুকধারীর অতর্কিত হামলায় অকল্যান্ডে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে একটি নির্মাণকাজের জায়গায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যথাসময়েই উদ্বোধনী ম্যাচটি শুরু করতে চাই। এ বিচ্ছিন্ন ঘটনা উদ্বোধনী ম্যাচে কোনো ধরনের প্রভাব ফেলবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, ‘নারীদের বিশ্বকাপ নিয়ে কোনো রকমের সংশয় নেই। তারা যথাসময়ে উদ্বোধনী ম্যাচ শুরু করবে। তাছাড়া অকল্যান্ডের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার কর হয়েছে।’
দুপুর ১টায় অকল্যান্ডের ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের মেয়েরা নরওয়ের মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছে।
মন্তব্য করুন