স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসি না ভিনি, কে জিতবেন কোপা—জানাল সুপারকম্পিউটার

কোপা আমেরিকা। প্রতীকী ছবি
কোপা আমেরিকা। প্রতীকী ছবি

ইউরো চ্যাম্পিয়নশিপ একমাত্র বড় টুর্নামেন্ট নয়, যা জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে। লাতিন বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকাও মাঠে গড়াবে প্রায় একই সময়।

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার মিশন মেসি-ডি মারিয়াদের।

অন্যদিকে ঘরে মাঠে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হওয়া ব্রাজিলের লক্ষ্য কোপার দশম শিরোপা ঘরে তোলা। আবার দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব জিততে না পারা উরুগুয়ের লক্ষ্যও অভিন্ন। ২০১৫ আর ২০১৬ সালে মেসি আর আর্জেন্টিনাকে শিরোপা জিততে না দেওয়া চিলিও চাইছে চ্যাম্পিয়ন হতে।

তবে সুপারকম্পিউটার অপ্টা যে ভবিষ্যদ্বাণী করেছে, তাতে হৃদয় ভাঙবে অনেকের। সুপার কম্পিউটারটির দাবি লিওনেল মেসির সংগ্রহশালায় বাড়তে পারে আরো একটি আন্তর্জতিক ট্রফি। তবে ভিনিসিয়ুস জুনিয়রও দেখা পেতে পারেন জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপা।

এর আগে মেসির সংগ্রহশালায় যুক্ত হয়েছে প্রায় সবগুলো টফি। ক্লাব ফুটবলের সব ট্রফির ভিড়ে অনুপস্থিত ছিল আন্তর্জাতিক শিরোপার। ২০২১ সালে কোপা আর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ দূর করেন মেসি।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরো একটি কোপায় অংশগ্রহণের দ্বারপ্রান্তে তিনি। যদিও অনেকের ধারণা ছিল কোপা আর বিশ্বকাপ জয়ের পর অবসরে যাবেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে আর্জেন্টিনার তিন তারকা সম্বলিত জার্সিতে আরো একটি আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন মেসির।

সুপার কম্পিউটার অপ্টা বলছে মেসি সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন আসতে পারে অপ্টা কি? এবার ইউরোপীয় ফুটবলের ঘরোয়া লিগে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল অপ্টা সুপারকম্পিউটার। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটার মনোযোগ আকর্ষণ করে অনেক ফুটবলভক্তের।

প্রায় প্রতি ম্যাচের আগে সঠিক ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছে বারবার। কয়েক দিন আগে আসছে ইউরো কাপ নিয়ে ভবিষ্যৎবাণী করে সুপারকম্পিউটার অপ্টা। টুর্নামেন্ট শুরু আগে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু (শতাংশ) তা জানায় সুপারকম্পিউটারটি। এবার ঠিক একই ভাবে কোপা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে অপ্টা।

সুপারকম্পিউটারটির মতে, কোপার শিরোপা জয়ের ক্ষেত্রে এবার ফেবারিট বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে খুব বেশি পিছিয়ে নেই ব্রাজিলও।

কোপা নিয়ে অপ্টার ভবিষ্যৎবাণী

১. ফেবারিট আর্জেন্টিনা। শিরোপা জয়ের মধ্য দিয়ে কোপার মুকুট তাদের ধরে রাখার সম্ভাবনা ৩০.৮ শতাংশ।

২. অপ্টার হিসেব অনুযায়ী এবারের আসরে দ্বিতীয় ফেবারিট ব্রাজিল। সুপারকম্পিউটারটি বলছে ২৩.৩ শতাংশ সম্ভাবনা রয়েছে সেলেসাওদের কোপার শিরোপা পুনরুদ্ধারের।

৩. কোপার সর্বোচ্চ শিরোপাজয়ী উরুগুয়ে। আর্জেন্টিনার সমান ১৫ টি শিরোপা তাদের। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলছে তারা। তাই সুপারকম্পিউটারটি বলছে লুইস সুয়ারেজ-কাভানিদের কোপা জয়ের সম্ভাবনা ১২.৬ শতাংশ।

৪. কাদের শিরোপা জয়ের সম্ভাবনা নেই, সেই ভবিষ্যৎবাণীও করেছে সুপারকম্পিউটার অপ্টা। বলিভিয়া এবং জ্যামাইকার কোপার শিরোপা জয়ের সম্ভাবনা শূন্যের কোটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

জাবি ছাত্রশক্তির সভাপতি আয়ান, সাধারণ সম্পাদক অন্বেষা

সাজিদকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলেন অসহায় বাবা

শিশু সাজিদকে উদ্ধারে করা হয়েছে ৪০ ফুট গভীর গর্ত

বেগম রোকেয়াকে নিয়ে দেওয়া সেই পোস্ট সরিয়ে নিলেন রাবি শিক্ষক, জানালেন কারণ

১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

ছোট্ট সাজিদের উদ্ধার তৎপরতায় ‘ধীরগতি’

শিশু সাজিদের অপেক্ষায় উৎসুক জনতার নির্ঘুম রাত 

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব গ্রেপ্তার

তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি

১০

মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : লায়ন ফারুক

১১

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

১২

৩৫ ফুট গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

১৩

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

১৪

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

১৫

যেভাবে গভীর গর্তে পড়েছিল শিশুটি, জানালেন মা

১৬

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

১৭

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

১৮

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

১৯

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

২০
X